সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশী দুটো শিক্ষা প্রতিষ্ঠানে পিএসসি এবং জে এসসি পরীক্ষার ফলাফল প্রকাশের খবর পাওয়া গেছে। আবুধাবীতে শেখ জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল এন্ড কলেজ থেকে জে এস সি পরীক্ষায় ৪৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মীর আনিসুল হাসান, ৫২ বাংলা টিভিকে জানান জে এসসিতে এ প্লাস পেয়েছে ৩ জন , এ পেয়েছে ১৯ জন, এ মাইনাস পেয়েছে ৭ জন, বি পেয়েছে ১১ জন এবং সি পেয়েছে ৫ জন। স্কুলটিতে পি এসসি পরীক্ষায় ৫ জন এ প্লাস পেয়ে শতভাগ উত্তীর্ণ হয়েছে।
এদিকে দেশটির অন্য বাংলাদেশী শিক্ষা প্রতিষ্ঠান রাস আল খাইমার বাংলাদেশ প্রাইভেট স্কুল এন্ড কলেজে জে এস সি এবং পি এস সিতে শতভাগ সফলতার খবর পাওয়া গেছে। স্কুল পরিচালনা কমিটির সভাপতি পিয়ার মোহাম্মদ ৫২ বাংলা টিভিকে জানিয়েছেন, একমাত্র এ প্লাস পাওয়া শিক্ষার্থী নিহা মনি দারিদ্রতাকে পেছনে ফেলে কৃতিত্বের স্বাক্ষর রেখে সবাইকে চমকিয়ে দিয়েছে।
এ ছাড়াও পিএসসিতে ৩৪ জন অংশ নিয়ে একজন এ প্লাস সহ বাকি ৩৩ জন এ পেয়েছে। স্কুলটিতে জে এস সি পরীক্ষায় ৪৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাশ করেছে। এর মধ্যে এ পেয়েছে ২৮ জন , এ মাইনাস পেয়েছে ১৪ জন আর বি পেয়েছে ৭ জন।
মফস্বল শহরে অবস্থিত এ স্কুলে রয়েছে মেধার খনি। অনেক অস্বচ্ছল বাংলাদেশী পরিবার এ স্কুলে তাদের বাচ্চাদের পাঠান। স্কুলটির উন্নয়নের জন্য বাংলাদেশ দূতাবাস সহ কমিউনিটির নানাজন কাজ করে যাবার খবর পাওয়া গেছে।
এর আগে দুবাইতে একটি বাংলাদেশী স্কুল থাকলেও কালের চক্করে আজ তা ইতিহাস। তাই রাস আল খাইমার এই বাংলাদেশী স্কুলের উন্নয়নে কমিউনিটিকে এগিয়ে আসতেও সচেতন বাংলাদেশীরা আহবান করেছেন।
কণ্ঠ: তিশা সেন