মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
সাংবাদিক আব্দুল বাছিত রফির পিতা হাজী মো: আব্দুল হান্নান এর মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দের শোক  » «   বাংলাদেশে ব্রিটিশ-বাংলাদেশিদের সম্পদ সুরক্ষায় অন্তবর্তীকালীন সরকারকে জরুরী পদক্ষেপ গ্রহণ করতে হবে  » «   ইস্টহ্যান্ডস চ্যারিটির উদ্যোগে ক্যাপাসিটি বিল্ডিং কর্মশালায় বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণ  » «   হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের  বিরুদ্ধে নীতিহীন কর্মকান্ডের অভিযোগ  » «   সাংবাদিক ক্যারলকে গ্লোবাল জালালাবাদ ফ্রান্সের বিশেষ সম্মাননা প্রদান  » «   গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের আন্তর্জাতিক জালালাবাদ উৎসব প্যারিস অনুষ্ঠিত  » «    সাকিব : নক্ষত্রের কক্ষচ্যুতি  » «   লন্ডনে ইউরোপের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী চাটগাঁয়ে মেজবান ৬ অক্টোবর রবিবার  » «   ১১তম মুসলিম চ্যারিটি রান ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে  » «   ৭৫ শেফ এর অংশগ্রহণে বিসিএর শেফ অব দ্যা ইয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত  » «   ৩০ বছরেও ধরা পড়েনি কোনো আসামী, বিচারের দাবীতে মেয়ের সংবাদ সম্মেলন  » «   ইস্টহ্যান্ডসের ফ্রি স্মার্ট ফোন পেলেন ৪০ জন  » «   সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য পদক ২০২৪’পেলেন কবি, সাহিত্যিক ও সংগঠক ফারুক আহমেদ রনি  » «   টাওয়ার হ্যামলেটসে হোমলেসনেস-এর প্রস্তাবিত নতুন পলিসি সাসপেন্ড করেছেন নির্বাহী মেয়র লুৎফুর  » «   লন্ডনে বিসিএ এ্যাওয়ার্ডস ২৮ অক্টোবর থাকছে নানা চমকপ্রদ আয়োজন  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

প্রবাসীদের কথা বলার অঙ্গীকার নিয়ে মাসিক বিলেত ও বিলেত টিভির যাত্রা শুরু



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিলেতের ১০৬ বছরের বাংলা সংবাদপত্রের পথচলার ইতিহাসে সর্বশেষ সংযোজন মাসিক বিলেত ও অনলাইন টেলিভিশন বিলেত টিভি। শুক্রবার লন্ডন বাংলা প্রেস ক্লাবে মাসিক বিলেত পত্রিকা ভার্চুয়াল উদ্বোধন করেন একুশে গানের রচয়িতা বরণ্যে সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী। এ সময় তিনি প্রকাশনাটির সার্বিক সাফল্য কামনা করে বলেন, বিলেতের লেখাগুলো তরুণ প্রজন্মকে বিশেষভাবে টানবে এবং এরমাধ্যমে তারা দেশ ও বিলেত সম্পর্কে আরো বেশি জানতে আগ্রহী হবে।
বিলেত সাময়িকীর নির্বাহী সম্পাদক এমরান আহমদের সূচনা বক্তব্যে বিলেত মিডিয়ার অগ্রযাত্রায় কমিউনিটির সহায়তা প্রত্যাশা করেন। মোড়ক উন্মোচনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশেষ প্রতিনিধি, বিলেত মিডিয়ার ডিরেক্টর আ স ম মাসুম। তিনি মাসিক বিলেত ও বিলেত টিভির উদ্বোধনী এই আয়োজনে উপস্থিতি সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, কমিউনিটিকে পাশে নিয়েই পথ চলবে বিলেত।
সম্পাদক সাঈম চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী সংখ্যার মোড়ক উন্মোচন করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আহবাব হোসেন, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুহাম্মদ জুবায়ের, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মিডিয়া এডভাইজার সৈয়দ মনসুর উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন এটিএন বাংলার মোস্তাক বাবুল, অধুনালুপ্ত সাপ্তাহিক বাংলাদেশ এর সম্পাদক মোজাম্মেল হক কামাল ও দর্পন সম্পাদক রহমত আলী।
মোড়ক উন্মোচন পরবর্তী বক্তব্যে স্পিকার কাউন্সিলার আহবাব হোসেন আশা প্রকাশ করে বলেন, বিলেত কমিউনিটির একান্ত মুখপত্র হয়ে উঠবে। সংবাদ পরিবেশনের গুণে যুক্তরাজ্যে বাংলা মিডিয়ার জগতে এই সাময়িকীটি নিজস্ব একটি স্থান করে নিতে পারবে।
সম্পাদক সাঈম চৌধুরী বলেন, বিলেতের অভিবাসী বাঙালির জীবনের সুখ-দুঃখ, প্রাপ্তি কিংবা অপ্রাপ্তিকে বিশ্বস্ত বর্ণনায় তুলে ধরবে বিলেত। সাময়িকীটির সঙ্গে যুক্ত রয়েছেন একদল অভিজ্ঞ সাংবাদিক, যারা নিজেদের মেধা ও দক্ষতায় বিলেতের বাংলা মিডিয়ার অঙ্গনে নিজের আলাদা পরিচিতি গড়ে তুলে নিতে সক্ষম হয়েছেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিলেত টিভির ম্যানেজিং ডিরেক্টর আলাউর রহমান শাহীনের পরিচালনায় বিলেত টিভির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন খ্যাতিমান সাংবাদিক, একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান। তিনি বলেন, আমি আশা করি বিলেত টিভি কিংবা বিলেত পত্রিকা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করবে। প্রবাসে মুক্তবুদ্ধির চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে।
বিলেত টিভির প্রথম সম্প্রচারে প্রথমবারের মতো প্রকাশ পায় বাংলাদেশের জনপ্রিয় শিল্পী কুমার বিশ্বজিতের একটি গান। যার সঙ্গীতায়োজনে ছিলেন বিলেত সাময়িকীর বিজনেস এডিটর হাবিবুর রহমান। এছাড়া মরিচ বাগান নিয়ে আলাউর রহমান শাহিনের একটি বিশেষ রিপোর্টও প্রকাশ পায় এদিন।
কয়েক খন্ডে বিভক্ত অনুষ্ঠানের একটি পর্বে ম্যানেজিং এডিটর মিজানুর রহমান মীরু জানান, বিলেত টিভি কেবল সংবাদ প্রকাশ নয়, কমিউনিটি বিভিন্ন ইভেন্ট সরাসরি সম্প্রচার করবে পাশাপাশি নিয়মিতভাবে টক শো‘র আয়োজন করবে।
বিজনেস এডিটর হাবিবুর রহমান তাঁর বক্তব্যে বিলেত মিডিয়ার মাধ্যমে কমিউনিটির ব্যবসা-বাণিজ্যকে বিশেষভাবে প্রমোট করা হবে বলে জানান।
সমাপনী বক্তব্যে ক্রিয়েটিভ এডিটর অপু রায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে মাসিক বিলেত ও বিলেত টিভি নিয়ে আরো বহু দূর যাবার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সাংবাদিকসহ কমিউনিটির বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন