বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সুইডেনে অতর্কিত বন্দুক হামলায় নিহত ৩  » «   ইতালিতে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের  » «   ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «   গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক  » «   ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে?  » «  

শান্ত-মরিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান
বর্ণাঢ্য আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্র প্রদর্শনী



২০ অক্টোবর,শনিবার রাজধানী উত্তরায় বিসিক অডিটোরিয়ামে সাংস্কৃতিক অঙ্গনের জনপ্রিয় প্রতিষ্ঠান শান্ত-মরিয়াম  একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজির শিশু ও কিশোর শিক্ষার্থীদের বার্ষিক পুরস্কার বিতরণ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু-কিশোর চিত্র প্রদর্শনী-২০১৮ অনুষ্ঠিত হয়।

দিন ব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক  স্বরাষ্ট্র,ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী,বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য,ঢাকা-১৮ আসনে মাননীয় সংসদ সদস্য এডভোকেট সাহারা খাতুন এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটির ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আফসার উদ্দিন খান।

সম্মানীত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক হাসেম খান ও অধ্যাপক শাকুর শাহ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শান্ত-মরিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমামুল কবির শান্ত,শান্ত-মরিয়াম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ কাজী মোঃ মফিজুর রহমান,বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শামসুন্নাহার,রেজিস্টার-স্থপতি হোসনে আরা রহমান সহ বিশ্ববিদ্যালয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন একাডেমির উপদেষ্টা অধ্যাপক মোস্তাফিজুল হক,উপ-পরিচালক মুজিবুর রহমান দিলু সহ একাডেমির শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিবর্গ।

সকাল ১১ টায় শান্ত-মরিয়াম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান মোঃ ইসহাকের কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

এরপর প্রধান অতিথি কর্তৃক শিশু কিশোরদের চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন শেষে শান্তা-মরিয়াম ফাউন্ডেশনের তথ্যচিত্র পরিবেশন সহ ফাউন্ডেশনের থিম সঙ ও একাডেমির শিশু কিশোরদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বক্তৃতা পর্বে স্বাগত বক্তব্য রাখেন উপদেষ্টা অধ্যাপক মোস্তাফিজুল হোক,ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইনামুল হক শান্ত,বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক হাশেম খান,বিশিষ্ট চিত্রশিল্পী অধ্যাপক শাকুর শাহ।

সর্বশেষ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রধান অতিথি সাবেক মন্ত্রী এডভোকেট সাহারা খাতুন এমপি ।

বার্ষিক পুরস্কার বিতরণ পর্বে বিভিন্ন বিভাগের বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।অনুষ্ঠানে নৃত্যে ৪০ জন,সংগীতে ৪৮ জন,আর্টে ৮০ ও গিটারে ০৬ জনকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে সকাল থেকেই উন্মুক্ত মঞ্চে আবদুর রহমানের বাউল গান,শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রদর্শনী সহ বিভিন্ন কার্লচারাল পর্ব বিরতিহীন ভাবে পরিবেশিত হয়।

সর্বশেষ ফাউন্ডেশনের উপপরিচালক মুজিবুর রহমান দিলুর আন্তরিক ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন