মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৪ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
বিয়ানীবাজারবাসীর কাছে দানবীর পবিত্র নাথ দাসের খোলা চিঠি : আপনাদের ঐতিহ্যকে বাঁচান  » «   প্রতীকি ‘মধ্যবিত্ত পরিবার’ হিসাবে  রমজানের পুরো মাসের খাবার উপহার  » «   রমজান : সামাজিক যোগাযোগে ইফতার, দানের ছবি এবং মেয়ের বাবার ইফতারী  » «   ট্রিস ফর সিটিস এর কমিউনিটি বৃক্ষরোপণ  » «   রামাদ্বানে ইস্ট লন্ডন মসজিদের নানা আলোকিত আয়োজন  » «   স্বাগত মাহে রমজান  » «   স্মার্ট ব্যাংকিং সেবা নিয়ে ইউরোপে আবারো চালু হচ্ছে নেক মানি ট্রান্সফার  » «   সেতারা চাল পছন্দ না হলে টাকা ফেরত  » «   টরন্টোতে বিসিএসসির ফ্লাওয়ার (কর্ক) উৎসব  » «   ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকের বসন্তবরণ ও পিঠা উৎসব  » «   প্রবাসীদের যাপিত জীবন ও প্রবাসের সৌন্দর্য  » «   পান্ডব একজনই  » «   বিয়ানীবাজার ডেভলাপমেন্ট সোসাইটি ইউকের বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত  » «   স্পেনের বার্সেলোনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত  » «   অমর একুশে ফেব্রুয়ারিকে ‘লন্ডন মাল্টিলিংগুয়াল ডে’ হিসেবে পালনের আহ্বান জানালেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

শান্ত-মরিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান
বর্ণাঢ্য আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্র প্রদর্শনী



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

২০ অক্টোবর,শনিবার রাজধানী উত্তরায় বিসিক অডিটোরিয়ামে সাংস্কৃতিক অঙ্গনের জনপ্রিয় প্রতিষ্ঠান শান্ত-মরিয়াম  একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজির শিশু ও কিশোর শিক্ষার্থীদের বার্ষিক পুরস্কার বিতরণ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু-কিশোর চিত্র প্রদর্শনী-২০১৮ অনুষ্ঠিত হয়।

দিন ব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক  স্বরাষ্ট্র,ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী,বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য,ঢাকা-১৮ আসনে মাননীয় সংসদ সদস্য এডভোকেট সাহারা খাতুন এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটির ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আফসার উদ্দিন খান।

সম্মানীত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক হাসেম খান ও অধ্যাপক শাকুর শাহ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শান্ত-মরিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমামুল কবির শান্ত,শান্ত-মরিয়াম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ কাজী মোঃ মফিজুর রহমান,বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শামসুন্নাহার,রেজিস্টার-স্থপতি হোসনে আরা রহমান সহ বিশ্ববিদ্যালয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন একাডেমির উপদেষ্টা অধ্যাপক মোস্তাফিজুল হক,উপ-পরিচালক মুজিবুর রহমান দিলু সহ একাডেমির শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিবর্গ।

সকাল ১১ টায় শান্ত-মরিয়াম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান মোঃ ইসহাকের কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

এরপর প্রধান অতিথি কর্তৃক শিশু কিশোরদের চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন শেষে শান্তা-মরিয়াম ফাউন্ডেশনের তথ্যচিত্র পরিবেশন সহ ফাউন্ডেশনের থিম সঙ ও একাডেমির শিশু কিশোরদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বক্তৃতা পর্বে স্বাগত বক্তব্য রাখেন উপদেষ্টা অধ্যাপক মোস্তাফিজুল হোক,ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইনামুল হক শান্ত,বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক হাশেম খান,বিশিষ্ট চিত্রশিল্পী অধ্যাপক শাকুর শাহ।

সর্বশেষ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রধান অতিথি সাবেক মন্ত্রী এডভোকেট সাহারা খাতুন এমপি ।

বার্ষিক পুরস্কার বিতরণ পর্বে বিভিন্ন বিভাগের বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।অনুষ্ঠানে নৃত্যে ৪০ জন,সংগীতে ৪৮ জন,আর্টে ৮০ ও গিটারে ০৬ জনকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে সকাল থেকেই উন্মুক্ত মঞ্চে আবদুর রহমানের বাউল গান,শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রদর্শনী সহ বিভিন্ন কার্লচারাল পর্ব বিরতিহীন ভাবে পরিবেশিত হয়।

সর্বশেষ ফাউন্ডেশনের উপপরিচালক মুজিবুর রহমান দিলুর আন্তরিক ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

 


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ওয়ালি মাহমুদ, সাহিত্য সম্পাদক

নব্বই দশকের কবি। পুরো নাম মোহাম্মদ ওয়ালিউর রহমান মাহমুদ। বাংলাদেশের সিলেট জেলার বিয়ানীবাজার থানাধীন জলঢুপ পাতন গ্রামের মতিউর রহমান মাহমুদ রোডের দেওয়ান ভিলা’য় ১লা আগস্ট, ১৯৭২ সালে জন্ম গ্রহণ করেন।

১৯৮৬ সালে দেয়াল পত্রিকার মাধ্যমে প্রথম লেখালেখির হাতে খড়ি। কাব্যের জগতে কখনো গদ্যের তীরে হাঁটতে হাঁটতে কুশিয়ারা, কখনোবা পদ্যের তীর ঘেঁষে সুনাই অথবা বিলেতের টেমস অবধি। নিয়মমাফিক বৃত্তের বাইরে স্বতন্ত্র অবস্থানের পুন:পুন: প্রচেষ্টায় মলাটবন্দী কাব্যের পঙক্তিমালার সযত্ন সৃষ্টি, কবিতাকে চিনিয়ে দেয় গভীরভাবে।

প্রকাশিত কাব্যগ্রন্থ ও গবেষণা এবং সম্পাদিত লিটলম্যাগ যথাক্রমে: ভালোবাসার পোয়াতি (কোলাজ, ১৯৯৯), যৈবতী শোন (কোলাজ, ১৯৯৯), একটি দীর্ঘশ্বাসের মৃত্যু, উঊঅঞঐ ঙঋ অ ঝওএঐ (উৎস, ২০০১), আমি এক উত্তরপুরুষ, ও অগ ঞঐঊ উঊঝঈঊঘউঅঘঞ (উৎস, ২০০২), নির্বাসনে, নির্বাচিত দ্রোহ (ম্যাগনাম ওপাস, ২০০৪), ১২৩৭ দাগ (এডিটর’স ইংল্যান্ড, ২০১৪); ডায়াস্পরা গবেষণা: দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরীর সাহিত্যসম্ভার (এডিটর’স ইংল্যান্ড, ২০১৩); সম্পাদিত লিটলম্যাগ: কবিয়াল (সম্পাদিত, ১৯৯২), শিকড় (সম্পাদিত, ১৯৯৪), ও ইংল্যাণ্ড এবং বাংলাদেশ থেকে প্রকাশিত লোকন লিটলম্যাগ সম্পাদনা করেন।
ই-মেইল: walimahmud@yahoo.co.uk