বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সুইডেনে অতর্কিত বন্দুক হামলায় নিহত ৩  » «   ইতালিতে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের  » «   ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «   গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক  » «   ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে?  » «  

আজ বুধবার সিলেটে ঐক্যফ্রন্টের জনসভা
শুরুতেই ধরপাকড়



সিলেটে বিএনপির ১০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরীর বাসায় পুলিশ অভিযান চালিয়ে নেতা-কর্মীদের আটক করা হয়।

বিএনপির পক্ষ থেকে রাতে বলা হয়েছে, আগামীকাল বুধবার ঐক্যফ্রন্টের কর্মসূচি নিয়ে ওই বাসায় স্থানীয় বিএনপি বৈঠকে বসেছিল।

আটক ব্যক্তিদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তাঁরা হলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক শাহরিয়ার হোসেন চৌধুরী এবং সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ও সিলেট সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ জানিয়েছেন, আটক বাকি আটজন স্থানীয় বিএনপির নেতা-কর্মী।

সিলেট মহানগর বিএনপির এক নেতা জানিয়েছেন, ঐক্যফ্রন্টের সমাবেশ সফল করতে জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের বাসায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক চলাকালে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশ ছাত্রদল, যুবলদলসহ বিএনপির প্রায় ১৫ জন নেতাকর্মীকে আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে মহানগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার জানিয়েছেন, পুলিশ বিএনপির কোনো নেতার বাসায় অভিযান চালায়নি। এ তথ্যটি সঠিক নয়। এমনকি পুলিশ কাউকে আটকও করেনি। তবে নগরের সোবহানীঘাট ও আশপাশ এলাকা থেকে সন্দেহভাজনভাবে চলাচলকালে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এরা বিএনপি করে কি না তাও জানি না।

এদিকে বুধবারের কর্মসূচি উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলেই জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষস্থানীয় কয়েজন নেতা সিলেটে পৌছেন। তাঁদের মধ্য ড. কামাল হোসেন, সুলতান মনসুর, ডা. জাফরুল্লাহ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ রয়েছেন। এর মধ্যে গতরাত আটটার দিকে সুলতান মনসুরকে নিয়ে শাহ জালাল (রহ.) মাজার জিয়ারত করেন ড. কামাল হোসেন। এ সময় সেখানে বিএনপির নেতা-কর্মীসহ ঐক্যফ্রন্টের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন