দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আমরিয়া গ্রামের আলহাজ্ব আব্দুল হক সড়কের পাকাকরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জননন্দিত চেয়ারম্যান জনাব ফারুক আহমদ।
উপজেলা পরিষদের অর্থায়নে এই কাজ বাস্তবায়ন হচ্ছে। আলহাজ্ব বশির আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব বশির আহমদ সুনামগঞ্জের কৃতি সন্তান মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান ও উপজেলা চেয়ারম্যান জনাব ফারুক আহমদ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি অশেষ ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান প্রভাষক জনাব নূর হোসেন, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মনির উদ্দিন সমাজসেবী ইফতেখার হোসেন, বেলায়েত হোসেন, আয়াজুল ,আশিকুর রহমান প্রমুখ।
উল্লেখ্য আলহাজ্ব বশির আহমদ ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে গত বছরের সেপ্টেম্বরে আলহাজ্ব আব্দুল হক সড়কের উদ্বোধন করা হয়।