মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
হামজার ওপর চড়াও বার্নলি সমর্থকরা  » «   যুক্তরাষ্ট্র থেকে ৩১ জনকে ফেরত, বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ  » «   লন্ডনে বিয়ের অনুষ্ঠানে আ.লীগের সাকেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী  » «   ব্রিটেনে কি দ্বিদলীয় রাজনীতি অবসানের পথে  » «   কী আছে নারী কমিশনের প্রতিবেদনে, কেনো ইসলামী দলগুলোর বিরোধিতায়?  » «   বাংলাদেশে ভ্রমণে সতর্কর্তা যুক্তরাষ্ট্রের, পার্বত্য অঞ্চলে নিষেধাজ্ঞা  » «   যুক্তরাজ্যে বিরল চিকিৎসা কীর্তি, ২বার ভূমিষ্ঠ হলো একই শিশু  » «   সিলেট থেকে কার্গো ফ্লাইটের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু ২৭ এপ্রিল  » «   যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স বেড়েছে দ্বিগুণের বেশি, কমেছে আমিরাত থেকে  » «   পাকিস্তানের পররাষ্ট্র সচিবকে কী বললো ঢাকা?  » «   বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত  » «   নির্বাচনের জন্য জামায়াত আমিরের ৩ শর্ত, ফেব্রুয়ারি ২৬-এর সময়সীমা কঠিন নয়  » «   ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ : কঠিন হবে রাজনৈতিক আশ্রয়  » «   লন্ডনে খালেদা-তারেকের সাথে জামায়াত আমিরের বৈঠক, দুই দল কী বলছে?  » «   উজানে ‘মেগা ড্যামের’ ধাক্কা সামলাতে দিল্লি-ঢাকা-থিম্পুকে জোট বাঁধার ডাক  » «  

সাংবাদিকদের সাথে ম্যানচেস্টার হাইকমিশনের মতবিনিময়



সাংবাদিকদের সাথে ম্যানচেস্টার হাইকমিশনের মতবিনিময় এর বিস্তারিত দেখুন প্রতিবেদনে

 

 

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি বিশ্ববাসীর বুকে তোলে ধরার আহবান জানিয়ে ১৮ অক্টোবর বৃহষ্পতিবার ম্যানচেস্টারস্থ বাংলাদেশ সহকারী হাই কমিশনের আয়োজনে গ্রেটার ম্যানচেষ্টারে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি শীর্ষক এক আলোচনা সভায় আয়োজন করে ম্যনচেরাস্থ বাংলাদেশ হাইকমিশন।

আলোচনার শুরুতেই আগত সাংবাদিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সহকারী হাইকমিশনার আবু নাসের মো: আনোয়ারুল ইসলাম ।

বর্তমান সরকারের সময়ে বাংলাদেশের অর্থনৈতিক খাতে অসাধারণ উন্নয়ন নিয়ে তিনি কথা বলেন। রাজস্ব আয়ের পাশাপাশি প্রবাসী রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে বলে তিনি জানান। বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ড বিশ্ববাসীর কাছে তোলে ধরার জন্যে তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং এ ধারা অব্যাহত রাখার জন্যে তিনি বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে সবাইকে আহবান জানান।

তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন, বিশেষ করে ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটের ব্যাপারেও তিনি কথা বলেন। অতিশিঘ্রই  ম্যানচেষ্টার থেকে বিমানের ফ্লাইট চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ মতবিনিময় সভায় বাংলাদেশে অতি সম্প্রতি প্রণয়ণ করা ডিজিটাল আইনের নেতিবাচক দিক নিয়ে আলোচনা করা হয় এবং এ আইনটির সংশোধনের দাবী জানানো হয়। অনেকেই সাগর-রুনীর হত্যা কান্ডের বিচারের রায় না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

সাংবাদিকরা প্রথমবারের মত শুধু মাত্র সাংবাদিকদের নিয়ে এ অনুষ্টান আয়োজন করায় হাই কমিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন কলামিস্ট ফারুক যোশী,সাংবাদিক আফজাল রব্বানী,তৈয়বুর রহমান শ্যামল,শাহ কাইয়ুম,মওদুদ আহমেদ,দেলোওয়ার হুসেন শিবলী,জুনায়েদ আহমেদ, আমিনুল হক ওয়েস,মিজানুর রহমান মিজান,সৈয়দ সাদেক আহমেদ,গাঊছুল ঈমাম চৌধুরী,সুরুত মিয়া,মুবাসির আহমেদ,সুহেল মিয়া সহ গ্রেটার ম্যানচেষ্টারের বিভিন্ন শহর থেকে আগত সাংবাদিক বৃন্দ।

 

 

কণ্ঠ: সুমু মির্জা

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন