সাংবাদিকদের সাথে ম্যানচেস্টার হাইকমিশনের মতবিনিময় এর বিস্তারিত দেখুন প্রতিবেদনে
বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি বিশ্ববাসীর বুকে তোলে ধরার আহবান জানিয়ে ১৮ অক্টোবর বৃহষ্পতিবার ম্যানচেস্টারস্থ বাংলাদেশ সহকারী হাই কমিশনের আয়োজনে গ্রেটার ম্যানচেষ্টারে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি শীর্ষক এক আলোচনা সভায় আয়োজন করে ম্যনচেরাস্থ বাংলাদেশ হাইকমিশন।
আলোচনার শুরুতেই আগত সাংবাদিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সহকারী হাইকমিশনার আবু নাসের মো: আনোয়ারুল ইসলাম ।
বর্তমান সরকারের সময়ে বাংলাদেশের অর্থনৈতিক খাতে অসাধারণ উন্নয়ন নিয়ে তিনি কথা বলেন। রাজস্ব আয়ের পাশাপাশি প্রবাসী রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে বলে তিনি জানান। বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ড বিশ্ববাসীর কাছে তোলে ধরার জন্যে তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং এ ধারা অব্যাহত রাখার জন্যে তিনি বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে সবাইকে আহবান জানান।
তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন, বিশেষ করে ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটের ব্যাপারেও তিনি কথা বলেন। অতিশিঘ্রই ম্যানচেষ্টার থেকে বিমানের ফ্লাইট চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ মতবিনিময় সভায় বাংলাদেশে অতি সম্প্রতি প্রণয়ণ করা ডিজিটাল আইনের নেতিবাচক দিক নিয়ে আলোচনা করা হয় এবং এ আইনটির সংশোধনের দাবী জানানো হয়। অনেকেই সাগর-রুনীর হত্যা কান্ডের বিচারের রায় না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
সাংবাদিকরা প্রথমবারের মত শুধু মাত্র সাংবাদিকদের নিয়ে এ অনুষ্টান আয়োজন করায় হাই কমিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন কলামিস্ট ফারুক যোশী,সাংবাদিক আফজাল রব্বানী,তৈয়বুর রহমান শ্যামল,শাহ কাইয়ুম,মওদুদ আহমেদ,দেলোওয়ার হুসেন শিবলী,জুনায়েদ আহমেদ, আমিনুল হক ওয়েস,মিজানুর রহমান মিজান,সৈয়দ সাদেক আহমেদ,গাঊছুল ঈমাম চৌধুরী,সুরুত মিয়া,মুবাসির আহমেদ,সুহেল মিয়া সহ গ্রেটার ম্যানচেষ্টারের বিভিন্ন শহর থেকে আগত সাংবাদিক বৃন্দ।
কণ্ঠ: সুমু মির্জা