শিক্ষাবিদ ও ম্যানচেষ্টার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী গভর্নর মোহাম্মদ হাবীব উল্লাহ ওবিই,জেপি গত এক দশক ধরে ম্যানচেষ্টার মেট্রোপলিটন, রোহাম্পটন, সলফোর্ড, বল্টন সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় মেধাবী ও পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদের মধ্যে স্কলারশিপ প্রদান করে আসছেন।
ইতিমধ্যে অনেকেই কোর্স সমাপ্ত করে বিবিসি,আই-টিভি সহ বিভিন্ন প্রতিষ্টানে কাজ করছেন।মিডিয়া ছাড়াও তাঁর প্রদত্ত বৃত্তিতে আর্কিটেকচার, ফ্যাশন ডিজাইন ও রুবটিক টেকনলজি প্রজেক্টে কাজ করে সমাজ বিবর্তন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ইনোস্পেইস সেন্টারে এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে বৃত্তি প্রাপ্তরা ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রো- ভাইস চ্যান্সেলর শ্যারন হেন্ডলী। সকলেই হাবীব উল্লাহকে তার কাজের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।হাবীব উল্লাহ আমাদের কমিউনিটির বিশিষ্টজনদের এধরনের কর্মকান্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং মূলধারায় আমাদের আরো বেশি প্রতিনিধিত্বের উপর গুরুত্বারোপ করেন।