রবিবার, ২০ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
তিন সামরিক মহড়ায় বাংলাদেশ আসছে মার্কিন যুক্তরাষ্ট  » «   গোপালগঞ্জে জনমনে আতঙ্ক, কারফিউর সঙ্গে বাড়ছে গ্রেফতার  » «   এখন লড়াই নতুন বাংলাদেশের, বক্তৃতার সময় লুটিয়ে পড়লেন আমির  » «   এবার চকরিয়ায় বিএনপির প্রতিরোধের মুখে এনসিপির পথসভা পণ্ড  » «   গণতন্ত্রবিরোধীরা আবার জোট পাকাচ্ছে বলে মির্জা ফখরুল কাদেরকে ইঙ্গিত করলেন?  » «   চালু হলো স্টারলিংক, বাংলাদেশের মতো এত দ্রুত বিশ্বের আর কোথাও হয়নি  » «   গণ–অভ্যুত্থান যেটা বলা হচ্ছে, সেটা আসলে বিস্ফোরণ  » «   ইসলামপন্থিদের হুমকি সত্ত্বেও জাতিসংঘ মানবাধিকার কার্যালয় বাংলাদেশে  » «   গোপালগঞ্জে যারা মারা গেলেন তারা কোন দলের?  » «   গোপালগঞ্জে সহিংস পরিস্থিতির পেছনে এনসিপি’র দায় কতটা?  » «   গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়লো, ‘মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না’  » «   গোপালগঞ্জে এনসিপির জনসভায় লোক ছিলেন ২০০ জন : পুলিশ প্রতিবেদনে যা উঠে এলো  » «   আবারও গোপালগঞ্জ যাওয়ার ঘোষণা নাহিদের, সরকার ও এনসিপি’র সমালোচনায় বিএনপি  » «   গোপালগঞ্জে কারফিউ, চলছে ধরপাকড়, সরকারের তদন্ত কমিটি  » «   ‘জুলাই শহীদ দিবসে’ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দেয়ালে একি লেখা!  » «  

গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকে’র  উদ্যোগে   মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান 



গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকে’র  উদ্যোগে   মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের বিস্তারিত দেখুন প্রতিবেদনে

 

 

গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকে‘র উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে  এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।  বাংলা সংঙ্গীতের জনপ্রিয় গাণ আর  প্রানজ আড্ডায় আনন্দসময় পার করেছেন উপস্থিত অতিথি ও দর্শকবৃন্দ।

১৬ অক্টোবর মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্লুমোন সেন্টারে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সংগঠনের  ভারপ্রাপ্ত সভাপতি আহমদ হোসেন চৌধুরী নাজিম।

অনুষ্ঠানের  প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন  সংগঠনের সাধারণ সম্পাদক লিয়াকত খাঁন।

প্রধান অতিথি  ছিলেন টাওয়ার হ্যামলেটস এর স্পিকার,  কাউন্সিলার আয়াছ মিয়া ।  বিশেষ অতিথি ছিলেন বড়লেখা ফাউন্ডেশন এর  সভাপতি জামাল উদ্দিন ও  বিশিষ্ট সংগঠক  শাহিন ইকবাল।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ইউরোপের জনপ্রিয় কন্ঠশিল্পী  নুরজাহান শিল্পী, চ্যানেল এস ষ্টার শরীফ আহমদ ও কানাডা থেকে আগত শিল্পী আশরাফুল ইসলাম এবং  মাহিমা ইকবাল ও টিয়া ইসলাম। রাত সাতটায় শুরু হওয়া অনুষ্ঠানটি  গাণের মুগ্ধতায় দর্শকদের  মাতিয়ে রাখেন দশটা পর্যন্ত।

অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করেন  কাইয়ুম চৌধুরী, শাহীনা চৌধুরী, সংগঠনের সহ সভাপতি সুফিয়ান আহমদ,মামুনূর রশীদ মোছা ও মো. খলিলুর রহমান।

এছাড়াও সাংস্কৃতিকসন্ধ্যায় উপস্থিত ছিলেন বড়লেখা ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ফয়ছল রহমান ও যুগ্ন সম্পাদক কামরুল ইসলাম ,সংগঠনের সহ সাধারণ সম্পাদক তারেক আহমদ সুমন, নাজিম উদ্দিন ও আব্দুল কালাম রুকন, সংগঠনিক সম্পাদক আব্দুল হাফিজ, সহ সংগঠনিক সম্পাদক সালাউদ্দিন এনাম, অর্থ সম্পাদক মো. বদরুল ইসলাম, সহ অর্থ সম্পাদক নূরুল ইসলাম দুদু , ইটাউরী হেলপিং হেন্ডস এর সাধারণ সম্পাদক শামিম আহমদ, সংগঠনের যুব ও ক্রীড়া সম্পাদক মুহিবুর রহমান মস্তাক, সাহিত্য সম্পাদক জসিম উদ্দিন, চান্দ্রগ্রাম ওয়েল ফেয়ার ট্রাস্টের সভাপতি সিরাজ উদ্দিন, চান্দ্রগ্রাম ওয়েলফেয়ার এসোসিয়েশন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম,সুজানগর এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, পঙ্খি খান, সমাজ সেবক আলতাফ হোসেন,নজরুল ইসলাম,শামিম আহমদ, সুহেল রহমান সহ অনেকে।

বক্তারা প্রবাসের বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে এধরনের অনুষ্ঠান ধারাবাহিক ভাবে করার প্রতি গুরুত্ব দেন।

অনুষ্ঠানে উপস্থিত সুধীজনদের কৃতজ্ঞতা জানিয়ে গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকে  ঐতিহ্য ও সংস্কৃতিবান্ধব নিয়মিত অনুষ্ঠান করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

 

কণ্ঠ: সুমু মির্জা

 

 

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন