সংযুক্ত আরব আমিরাতে আগমন উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বিস্তারিত দেখুন ভিডিও তে
২৩ সেপ্টেম্বর, রবিবার দুবাই আবিরের একটি রেস্তোরায় দুবাই আওয়ামী লীগ ও আবির আওয়ামী লীগ উক্ত সংবর্ধনার আয়োজন করে।
দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল ইসলামের সভাপতিত্বে ও আবির আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক বাবলু আহমেদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী মনোয়ার হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী মহিউদ্দিন ইকবাল।
বিশেষ অতিথি ছিলেন শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী, ছাতক উপজেলা আওয়ামী লীগের সদস্য মুজাহিদ আলী, আবির আওয়ামী লীগের উপদেষ্টা হাজী আনিসুর রহমান, দুবাই আওয়ামী লীগের উপদেষ্টা মাসুক উদ্দিন ইউসুফ, সিলেট স্পোর্টস এসোসিয়েশনের সভাপতি মুন্না চৌধুরী প্রমুখ।
আরো বক্তব্য রাখেন আজিম মাষ্টার, আব্দুল আউয়াল, শিমুল মোস্তফা, মইনুল ইসলাম মইনুল, নুরে আলম সিদ্দিকী, জিয়াদ আল মাসুদ, আল আমিন, দেলোয়ার এইচ খান, মোহাম্মদ শাহজাহান।
প্রধান অতিথি শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, দেশ বিদেশে আওয়ামী সৈনিকদের একযোগে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে বারে বারে নৌকা প্রতিককে জয়ি করতে হবে।
সভাপতির বক্তব্যে হাজী শফিকুল ইসলাম বলেন, যারা আওয়ামী লীগের সমালোচনা করেন তারা দেশের এগিয়ে যাওয়া কী দেখেন না। সত্যকে যারা সত্য বলতে জানেন তারা অবশ্যই আওয়ামী লীগের উন্নয়নের কথা স্বীকার করেন।
কণ্ঠ: সুমু মির্জা