মঙ্গলবার, ৬ জুন ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
শিক্ষকদের কল্যাণে কাজ করবে- টি আলী স্যার ফাউন্ডেশন  » «   প্যারিসে জাতীয় বাজেটে প্রবাসীদের প্রত্যাশা- শীর্ষক আলোচনা অনুষ্ঠিত  » «   ফরাসি ভাষা শিক্ষায় ‘বেসিক-ফ্রঁসে বাংলা’ অ্যাপ্লিকেশনের আনুষ্ঠানিক উদ্বোধন  » «   গবেষণা এবং শিক্ষাদানের উৎকর্ষতা চ্যালেঞ্জ মোকাবিলার উপাদান – প্রফেসর মোহাম্মদ মুশফিক উদ্দিন  » «   আনোয়ারুল ইসলাম অভির সিভিক এওয়ার্ড লাভ  » «   ভেজিটেবল অয়েলের পেছনে পাশ্চাত্যের দুর্নীতির ইতিহাস ও আমাদের করণীয়  » «   যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই ক্যাম্পেইন: গ্রীনস্ট্রিটে ব্যাপক প্রচারণা  » «   যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবীতে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলে  সমাবেশ অনুষ্ঠিত  » «   যুক্তরাজ্যবাসী সাংবাদিক রহমত আলীকে নিয়ে বিশ্বনাথ পৌর মেয়র মুহিবের অশালীন মন্তব্যের ক্ষোভ ও নিন্দা জানিয়েছে লন্ডন বাংলা প্রেসক্লাব  » «   যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই  » «   যুক্তরাজ্যে ঈদের দিনে ছুটি চাই  » «   ঈদের ছুটি- ব্যবসায় লস নয় ব্র্যান্ডিং এর সুযোগ!  » «   দুই প্রেসিডেন্টের কথার লড়াই ও ক্রীড়াঙ্গণের থলের বিড়াল  » «   যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবীতে  হোয়াইটচ্যাপেলে সমাবেশ ১৮ এপ্রিল মঙ্গলবার  » «   পহেলা বৈশাখ থেকে অনলাইনে শতভাগ ভূমি উন্নয়ন কর  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

ওয়েস্ট ইন্ডিজের কাছে পাকিস্তানের শোচনীয় পরাজয়



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

পাকিস্তানের সাথে ‘অপ্রত্যাশিত’ শব্দটি যমজ ভাই এর মতো। ৩১ মে শুক্রবার বিশ্বকাপের প্রথম ম্যাচে তারা এতটা ‘অপ্রত্যাশিত‘ হয়ে উঠবে, তা বোধ হয় ভাবেননি পাকিস্তানের সবচেয়ে বড় সমালোচকও।

‘অপ্রত্যাশিত‘ কে সঙ্গি করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লজ্জার পরাজয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে সরফরাজ আহমেদের দল।বিশ্বকাপে লড়াইটা প্রত্যাশিত। অথচ টেন্ট ব্রিজে শুক্রবারে ওয়েস্ট ইন্ডিজের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান।

৭ উইকেটের বড় ব্যবধানে ম্যাচটি তারা হেরেছে । ২১৮ বল হাতে রেখে জিতেছে ক্যারিবীয়রা। এ নিয়ে টানা ১১ ওয়ানডেতে হারের লজ্জা দেখলেন সরফরাজরা।

ওয়েস্ট ইন্ডিজের জয় আসলে নিশ্চিত হয়ে গিয়েছিল এক ইনিংস শেষ হতেই। লক্ষ্য মাত্র ১০৬ রানের। ছোট লক্ষ্য পেরোতে খুব বেশি সময় নষ্ট করেনি জেসন হোল্ডারের দল। ১৩.৪ ওভারেই পেয়েছে জয়ের তুমুল স্বাদ।

এই ম্যাচে পাকিস্তানের যদি কিছুটা  প্রাপ্তি থাকে তা একমাত্র আমিরের ফর্মে  বোলিং। নিশ্চিত পরাজয়ের ম্যাচেও দলকে ভরসা দিয়েছেন শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে জায়গা করে নেয়া এই পেসার। ৬ ওভারে ২৬ রানের বিনিময়ে নিয়েছেন ৩টি উইকেট।

টস হেরে ব্যাট করতে নেমে ক্যারিবীয় বোলারদের তোপে ২১.৪ ওভারেই ১০৫ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। বলের হিসেবে এটাই বিশ্বকাপে পাকিস্তানের সবচেয়ে বড় হার। এর আগে ১৯৯৯ বিশ্বকাপে ১৭৯ বল বাকি থাকতেই অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছিল দলটি।

 

আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৫ রানেই অলআউট হওয়া ইনিংসটা বিশ্বকাপ ইতিহাসে পাকিস্তানের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ। এর আগে ১৯৯২ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সবচেয়ে কম ৮৪ রানে অলআউট হয়েছিল তারা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে আরেকটি রেকর্ড করেছে পাকিস্তান। আজ নিয়ে এখনো পর্যন্ত ওয়ানডেতে টানা ১১ টি ম্যাচে জয়ের দেখা পায়নি তারা। যেটা তাদের ইতিহাসে টানা ম্যাচ হারার রেকর্ড। এর আগে ১৯৮৭ সালের অক্টোবর থেকে ১৯৮৮ সালের মার্চ পর্যন্ত টানা ১০টি ম্যাচ হেরেছিল পাকিস্তান।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে অসেন থমাস ৪টি এবং জেসন হোল্ডার ৩টি করে উইকেট নেন।

অপরদিকে, ওয়েস্ট ইন্ডিজ তাদের ব্যাটিং ইনিংস এ শুরুতেই সেই হোপ এবং ড্যারেন ব্রাভোর ইউকেট হারালেও নিকোলাস পুরাণ এবং ক্রিস গেইল এর বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ১৩ওভার ৪বলেই সহজে টার্গেটে পৌছে যায় ক্যারিবিয়রা।

ক্রিস গেইল ৩৪ বল খেলে ৫৪ রান এবং নিকোলাস পুরাণ ১৯ বল খেলে ৩৪ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের হয়ে ৬ ওভার বল করে ৩টি উইকেটই নেন মোহাম্মাদ আমির।

সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ

টস : ওয়েস্ট ইন্ডিজ

পাকিস্তান : ১০৫/১০, ২১.৪ ওভার (বাবর আজম ২২, ফখর জামান ২২, ওয়াহাব রিয়াজ ১৮; ওসেন থমাস ৪/২৭, জেসন হোল্ডার ৩/৪২)

ওয়েস্ট ইন্ডিজ : ১০৮/৩, ১৩.৪ ওভার (ক্রিস গেইল ৫৪, নিকোলাস পুরাণ ৩৪; মোহাম্মাদ আমির ৩/২৬)

ফলাফল : ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা : ওসেন থমাস।

ক্রিকেট বিশ্বে ছক্কার রাজা গেইল

ক্রিকেট বিশ্বে ছক্কার ‘রাজা’ গেইল

 


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন