মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১১ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
টরেন্টো বাংলা পাড়া ক্লাবের ১ম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  » «   ফুটবলের ব্যাখ্যাতিত নায়ক  » «   বিলেতে হালাল ব্যবসায় হাবিবুর রহমানের সাফল্য  » «   ইউ‌কে বাংলা প্রেসক্লা‌বের দোয়া মাহ‌ফিল  » «   বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের ‘মোবাইল ক্লিনিক’ সেবা উদ্বোধন  » «   লণ্ডনে গ্রেটার পাতন এসোসিয়েশন ইউকের বর্ণাঢ্য অভিষেক  » «   সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত  » «   ইস্টহ্যান্ডস’র আয়োজনে লন্ডনে বাগান প্রেমীদের মিলন মেলা  » «   লন্ডন বাংলা স্কুল এর আনুষ্ঠানিক উদ্বোধন  » «   লন্ডনে বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব  » «   চ্যানেল এস এর সিনিয়র নিউজ প্রেজেন্টার মুনিরা পারভিনের মাতা শাহানা সুলতানা’র মৃত্যুতে ক্লাব নেতৃবৃন্দের শোক  » «   কানাডায় স্বাগতম ! তবে তার আগে…  » «   ইউ‌কে-বাংলা প্রেসক্লা‌বের সভাপ‌তি রেজা আহমদ ফয়সল চৌধুরীর মাতৃবিয়োগে ৫২বাংলার শোক প্রকাশ  » «   ইউ‌কে-বাংলা প্রেসক্লা‌বের সভাপ‌তি রেজা আহমদ ফয়সল চৌধুরীর মাতৃবিয়োগে শোক প্রকাশ  » «   বৃটেনের শিক্ষার্থীদের জন্য মেয়র লুৎফুর রহমানের অনুকরণীয় দৃষ্টান্ত  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

‌ডি‌জিটাল নিরাপত্তা অাই‌নের সং‌শোধন চে‌য়ে লন্ড‌নে সাংবা‌দিক‌দের কর্ম‌বিরতি ও সমা‌বেশ



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বাংলা‌দে‌শে সদ্য পাশ হওয়‌া ‌ডি‌জিটাল নিরাপত্তা অাইনের ক‌য়েক‌টি ধারার সং‌শোধন চে‌য়ে‌ছেন যুক্তরা‌জ্য প্রবাসী সাংবা‌দিকরা। অাইন‌টির কিছু ধার‌া সং‌শোধন, বাংলা‌দে‌শে পেশাদার ও দা‌য়িত্বশীল সাংবা‌দিকতা সমুন্নত রাখার দাবী‌তে লন্ড‌নে সাংবা‌দিক‌দের প্র‌তীকী কর্ম‌বিরতী, মানববন্ধন ও সমা‌বেশ থে‌কে এ দাবী জানা‌নো হয়।

‌সোমবার বি‌কে‌লে পুর্ব লন্ড‌নের অালতাব অালী পা‌র্কে অনু‌ষ্ঠিত এ সমা‌বে‌শে লন্ড‌নে বাংলা মি‌ডিয়ায় কর্মরত সাংবা‌দিক, কলা-কুশলী, লেখক, ক‌বি, সা‌হি‌ত্যিক ও কলা‌মিষ্টরা অংশ নেন।
বি‌বি‌সি ও ভ‌য়েস অব অা‌মে‌রিকার সা‌বেক ইন্টারন্যাশন্যাল ব্রডকাষ্টার সাংবা‌দিক ও লেখক শামীম চৌধুরীর সভাপ‌তি‌ত্বে, সাংবা‌দিক মুন‌জের অাহমদ চৌধুরী ও সাইদুল ইসলা‌মের যৌথ প‌রিচালনায় সভায় সংহ‌তি জা‌নি‌য়ে বক্তব্য রা‌খেন সাংবা‌দিক ড. রেনু লুৎফা, বাংলা‌দেশ জার্না‌লিষ্ট এ‌সো‌সি‌য়েশ‌নের সভাপ‌তি কে এম অাবু তা‌হের চৌধুরী, নিউহ্যাম কাউ‌ন্সি‌লের ডেপু‌টি স্পীকার ব্যা‌রিষ্টার না‌জির অাহ‌মেদ, কলা‌মিষ্ট বিপ্লব পোদ্দার, ব্যা‌রিষ্টার এ কে এম হাসনাত, ব্রিট বাংলার নির্বাহী সম্পাদক অাহাদ চৌধুরী বাবু, বাংলাভাষী সম্পাদক অলিউর রহমান খান, ওয়ান বাংলার সম্পাদক ক‌য়েস অালী, লন্ডন বি‌ডি‌নিউ‌জের ব্যবস্থাপনা সম্পাদক রোমান বখত চৌধুরী, লন্ডন বাংলা প্রেসক্লা‌বের বিভাগীয় সম্পাদক সালেহ অাহমদ, ক‌বি শিহাবুজ্জামান কামাল, চ্যা‌নেল এস এর রেজাউল ক‌রিম মৃধা, বাহার উদ্দীন, নুর বখশ, ত‌রিকত চৌধুরী প্রমুখ।

সভায় বক্তারা ব‌লেন, অাই‌নের ক‌য়েক‌টি ধারা গনমাধ্যম ও মত প্রকা‌শের স্বাধীনতার বি‌রোধী। এ অাই‌নে সাংবা‌দিক‌দের সুরক্ষার প্র‌শ্নে গভীর উ‌দ্বে‌গের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। তথ্য অ‌ধিকার অাইন ও অ‌ফি‌সিয়াল সি‌ক্রেসী অাইন দু‌টি বিদ্যমান রাখায় বরং এটি পরস্পর‌ বি‌রোধী অবস্থা‌নের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। পু‌লিশ‌কে বিনা গ্রেফতারী প‌রোয়ানায় গ্রেফতার ও তল্লাশীর ক্ষমতা দেবার মধ্য দি‌য়ে সাংবা‌দিকতা‌কে বাধাঁগ্রস্থ করার ঝু‌কিঁর সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

বক্ত‌ারা ব‌লেন, অাইন‌টি পাশ হবার বেশ ক‌য়েক‌দিন অ‌তিবা‌হিত হ‌লেও ক‌য়েক‌টি বিবৃ‌তি ছাড়া বাংলা‌দে‌শে সাংবা‌দিকদের কোন কর্মসুচী অামরা দে‌খি‌নি। এ অাই‌নের বিত‌র্কিত ও সাংঘ‌র্ষিক ধারাগু‌লো বাতি‌লের দাবী‌তে দে‌শে ও প্রবা‌সে প্রথমবা‌রের ম‌তো বাংলা‌দে‌শের গনমাধ্য‌মে যুক্তরা‌জ্যে কর্মরত সাংবা‌দিকবৃ‌ন্দের ব্যানা‌রে এ কর্মসুচী দেওয়ায় অা‌য়োজক‌দের ধন্যবাদ জানান প্রায় সকল বক্তা।

সভায় বক্তারা ডি‌জিটাল নিরাপত্তা অাইন ২০১৮ এর ৮, ২১ , ২৫ , ২৮ , ২৯ , ৩১ , ৩২ , ৪৩ ও ৫৮ ধার‌া পুনর্বি‌বেচনা ক‌রে সং‌শোধ‌নের দাবী জানান।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন