রবিবার, ২০ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বাংলাদেশে ভ্রমণে সতর্কর্তা যুক্তরাষ্ট্রের, পার্বত্য অঞ্চলে নিষেধাজ্ঞা  » «   যুক্তরাজ্যে বিরল চিকিৎসা কীর্তি, ২বার ভূমিষ্ঠ হলো একই শিশু  » «   সিলেট থেকে কার্গো ফ্লাইটের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু ২৭ এপ্রিল  » «   যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স বেড়েছে দ্বিগুণের বেশি, কমেছে আমিরাত থেকে  » «   পাকিস্তানের পররাষ্ট্র সচিবকে কী বললো ঢাকা?  » «   বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত  » «   নির্বাচনের জন্য জামায়াত আমিরের ৩ শর্ত, ফেব্রুয়ারি ২৬-এর সময়সীমা কঠিন নয়  » «   ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ : কঠিন হবে রাজনৈতিক আশ্রয়  » «   লন্ডনে খালেদা-তারেকের সাথে জামায়াত আমিরের বৈঠক, দুই দল কী বলছে?  » «   উজানে ‘মেগা ড্যামের’ ধাক্কা সামলাতে দিল্লি-ঢাকা-থিম্পুকে জোট বাঁধার ডাক  » «   রাজনীতিতে আসার সিদ্ধান্ত ঠিক ছিলো, বিশ্বাস করেন সাকিব  » «   নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, ‘একেবারেই সন্তুষ্ট নয়’ বিএনপি  » «   গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো ৫১ হাজার  » «   দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা  » «   ট্রাম্প ও শির যুদ্ধ প্রস্তুতি কী বার্তা দিচ্ছে বিশ্বকে  » «  

গ্রেটার ম্যানচেষ্টার আওয়ামী লীগের উদ্দ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল



 

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি,বীর মুক্তিযুদ্ধা গ্রেটার ম্যানচেষ্টা আওয়ামীলীগের সভাপতি জনাব সাজ্জাদ খাঁন, গ্রেটার ম্যানচেষ্টা আওয়ামীলীগের সহ সভাপতি সদ্য প্রয়াত জনাব সৈয়দ উসমান আলী মুটুক মিয়া ও সাবেক সাধারন সম্পাদক জনাব হাফিজুর রহমানের স্বরণে এক স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

৩০ আগষ্ট বুধবার বেলা ১টার সময় স্থানীয় একটি হলে অনুষ্ঠিত স্মরণ সভার সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগ গ্রেটার ম্যানচেষ্টার সভাপতি জনাব ছুরাবুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারন সম্পাদক এড. মীর গোলাম মোস্তফা। শুরুতে পবিত্র কোরআন থেকে পাঠ করেন আবু তাহের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার ম্যানচেষ্টারের প্রবীব মুরুব্বী কবির আহমদ এমবিই ,জেপি, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ গ্রেটার ম্যানচেষ্টার শাখার সাবেক সভাপতি  এনামুল ইসলাম।

বক্তব্য রাখেন গ্রেটার ম্যানচেষ্টার বাংলাদেশ হাউসের চার বারের সাবেক চেয়ারম্যান মইনুল আমিন বুলবুল, গৌছ মিয়া, মাহমুদুর রহমনি বুলু, সাইকুল ইসলাম, সাংবাদিক ফারুক যোশী, ফারুক আহমদ এমবিই, জেপি, রুহুল আমীন রুহেল, রুহুলাইমন চৌধুরী, মামুন আব্দুর রশিদ শেকুল, সাংবাদিক মিজানুর রহমান, বিলাল আহমদ, লিবারপুল আওয়মীলীগ এর সহভাপতি খাইরুল ইসলাম, ওল্ডহাম আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হান্নান মিয়া, সাধারণ সম্পাদক মোফাজ্জল খান, হাইড আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক সুরুত মিয়া, এটিয়েশ লুকমান, জসিম আহমদ, ফয়ছল আহমদ, সুরুজ জামান, হাইড বাংলাদেশ ওয়েলফেয়ার এর চেয়ারম্যান নাসির খান সুয়েব, ফারুক মিয়া, শাহ তুফায়েল আহমদ, আমিনুল হক ওয়েছ, ফয়জুল হক জুয়েল, ইকবাল তালুকদার, আবুল বশর, রফিকুল ইসলাম, শহীদুল ইসলাম, মশিউর রহমান, বাহার মোঃ আবুল বশর, আক্তার হোসেন প্রমুখ।

বক্তাগণ প্রয়াত ব্যক্তিদের স্মৃতিচারণ করে বলেন, আমরা আমাদের গুনিজনদের হারিয়ে এই সমাজে কেমন জেন একা হয়ে যাচ্ছি, তারা বলেন আমাদের সকলকে এই গুনিদের দেখানো  পথ ধরে চলতে হবে। প্রয়াত সাবর আত্বার মাগফিরাত কামনা করে মৌলানা ফখরুল হাসান রুতবা দোয়া পরিচানার করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন