মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ব্যাংককে ইউনূস-মোদির বৈঠকে প্রস্তুত ঢাকা, অপেক্ষা দিল্লির জবাবের  » «   তামিমের কামব্যাক ও একটি ‘যেন-তেন’ হাসপাতাল  » «   কী হচ্ছে তুরস্কে, একনায়কতন্ত্রের দিকে এগোচ্ছেন এরদোয়ান?  » «   যুক্তরাষ্ট্রফেরত জাহিদুল এখন সফল কৃষি উদ্যোক্তা  » «   জীবনের ইনিংসে কঠিন লড়াইয়ে তামিম  » «   শিক্ষার্থীসহ সব ধরনের ভিসা ফি বাড়াচ্ছে যুক্তরাজ্য  » «   জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সম্মানে সেনাবাহিনীর ইফতার  » «   গাজায় নিহত ৫০ হাজার ছাড়িয়েছে  » «   সেনাবাহিনী নিয়ে হাসনাতের বক্তব্যে কী চাপে পড়েছে জাতীয় নাগরিক পার্টি?  » «   হিথরো বিমানবন্দরে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু  » «   এনসিপির ভোটারদের বয়স ১৬ ও এমপিপ্রার্থীদের ২৩ চায় কেনো?  » «   গাজার পর লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল  » «   ইউরোপের পোশাক বাজারে বাংলাদেশের বড় উত্থান  » «   হাসনাত আব্দুল্লাহ’র অভিযোগ, আতঙ্ক: আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা চলছে  » «   হিথ্রো বন্ধ, মাঝপথ থেকে ফিরল বিমানের ফ্লাইট  » «  

বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব উপলক্ষে প্রস্তুতি সভা আনুষ্ঠিত হয়েছে



 

৮ম বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৮ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ ইউকে‘র উদ্যেগে অনুষ্ঠিতব্য ‘৮ম বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৮ ’ উপলক্ষে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে  এক  প্রস্তুতি সভা আনুষ্ঠিত হয়েছে।

২৭ অগাস্ট,সোমবার পূর্ব লন্ডনের  খ্রিস্টান স্ট্রিটটস্থ  একটি সেন্টারে  প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন  সংগঠনের সভাপতি লেখক ফারুক আহমদ। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক  কবি ইকবাল হোসেন বুলবুল।

সভায় ৮ম বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব   সফল করার জন্য কর্মকর্তাগণ তাদের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

উৎসবটিকে সফল এবং সার্বিক কাজের সহযোগিতার লক্ষ্যে লন্ডন ও বার্মিংহামের বিভিন্ন এলাকার তেইশটি সংগঠনের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।

বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব বিষয়ে  পরামর্শমূলক বক্তব্য রাখেন –ইংরেজ কবি স্টিফেন ওয়াট্স, প্রবীন সাংবাদিক ও কবি হামিদ মোহাম্মদ, লন্ডন বাংলা প্রেসক্লাব এর নির্বাহী সদস্য দর্পন সম্পাদক রহমত আলী,কবি ও গল্পকার ময়নূর রহমান বাবুল,সাংবাদিক ও সংগঠক আবুল কালাম আজাদ ছোটন,  সাপ্তাহিক জনমত এর নির্বাহি সম্পাদক গল্পকার সাঈম চৌধুরী, সংগঠনের  প্রচার সম্পাদক, লেখক আনোয়ার শাহজাহান, কাউন্সিলার ও কবি  শাহ সোহেল আমিন,  ৫২বাংলা টিভি সম্পাদক ও কবি আনোয়ারুল ইসলাম অভি,  পাক্ষিক ব্রিকলেন সম্পাদক ও কবি জুয়েল রাজ, বালাগঞ্জ প্রতিদিন সম্পাদক ও কবি  মুহাম্মদ শরীফুজ্জামান,সংঠনের কোষাধ্যক্ষ কবি এ কে এম আব্দুল্লাহ, সহ সাধারণ সম্পাদক  কবি এম মোসাহিদ খান, টিভি উপস্থাপক মোস্তফা জামান নিপুন, আবৃত্তিশিল্পী ও সংবাদপাঠক সালাহউদ্দিন শাহিন , কবি  আরাফাত তানিম, কবি নজরুল ইসলাম,  সাংবাদিক এম এ জামান, কবি ফারাহ নাজ,   সংগঠক গোলাম আকবর মুক্তা,  বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্য সংসদ এর ভাইস প্রেসিডেন্ট  নুরুল ইসলাম, লেখক মো.হাফিজুর রহমান ও পলল এর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শামসুর সুমেল  প্রমূখ।

সভায় সদস্য সংগঠনগুলোর প্রতিনিধিদের নিয়ে উৎসব উপ-কমিটি গঠন করা হয়।

আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর, পূর্ব লন্ডনের  ব্রাডি আর্ট  সেন্টারে মেলা অনুষ্ঠিত হবে। মেলার উদ্বোধন করবেন প্রখ্যাত ঔপন্যাসিক সেলিনা হোসেন। মেলায় যোগদানের জন্য বাংলাদেশের ১৫টি খ্যাতিমান প্রকাশনীকে আমন্ত্রণ জানানো হয়েছে।এছাড়া ব্রিটেনের লেখকদের প্রকাশিত বই নিয়ে থাকছে কয়েকটি স্টল। দুই দিন ব্যাপী অনুষ্ঠানে থাকছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানমালা।

 

কণ্ঠ: তিশা সেন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন