ইউকে বসবাসরত সিলেট বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর গ্রামের অধিবাসীদের এক মিলন উ্রৎসব অনুষ্ঠিত হয়েছে।
৭ আগস্ট মঙ্গলবার লন্ডনের একটি অভিজাত সেন্টারে মোল্লাপুর ফ্রেন্ডস স্যোসাইটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে‘ র উদ্যোগে এই মিলন উৎসবে ইউকে বসবাস রত মোল্লাপুর গ্রামের অধিবাসীরা উপস্থিত ছিলেন।
ট্রাস্টের সম্পাদক আখতার হোসেন বাবলুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আছলাম উদ্দিন , সংগঠনের ট্রাষ্টি ডা. আলাউদ্দিন আহমেদ, মারুফ চৌধুরী, ছরওয়ার আহমদ , আসাব উদ্দিন আহমদ, মুজিবুর রহমান, নজমুল ইসলাম তাপাদার, তাছমিয়া সেলিম, জামাল আহমদ, ফয়জুল হক জুয়েল।
অনুষ্ঠানের দ্বিতীয়ত পর্বে সমাজে আলোকিত অবদান রাখার জন্য ঐতিহ্যবাহী মোল্লাপুর গ্রামের বিশিষ্টজন ডা. আলাউদ্দিন আহমেদ ও এনাম হক কে সম্মাননা ক্রেস্ট প্রধান করা হয়।
এছাড়াও গ্রামের জিসিএসসি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য গ্রামের সাত জন শিক্ষার্থীকে অনুপ্রেরণা ক্রেষ্ট দেয়া হয়েছে। তারা হলেন জাওয়াদ আহমদ, মিজওয়াদ আহমদ, আরিফ আহমদ, ফাইজুর হুমাইরা ইসলাম, জুবাইদা রহমান, নাফিছা রহমান।
মিলন উ্রৎসবে দেশ বিদেশে ভালো কাজে সবাইকে আরও বেশী করে সম্পৃক্ত হয়ে দেশ ও দশের সেবায় বেশী করে অবদান রাখার প্রতি গুরুত্ব আরোপ করা হয়। সিলেটি ঐতিহ্যিক খাবার দাবার সাথে গ্রামের মানুষজন ও বিভিন্ন বিষয়ের স্মৃতিচারণে দিনটি ছিল মনমুগ্ধকর বলেছেন অনুষ্ঠানে যোগ দেয়া ব্রিটেনে বসবাসরত গ্রামের প্রবাসীরা।