শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
ফুটবল : মেসির সেঞ্চুরী  » «   স্পেনে বাংলাদেশের ৫২তম স্বাধীনতা দিবস পালন  » «   সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  » «   মুক্তিযুদ্ধের চেতনায় ও বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ব্রিটিশ-বাংলাদেশিদের সমর্থন অব্যাহত রাখার আহ্বান    » «   বিয়ানীবাজারবাসীর কাছে দানবীর পবিত্র নাথ দাসের খোলা চিঠি : আপনাদের ঐতিহ্যকে বাঁচান  » «   প্রতীকি ‘মধ্যবিত্ত পরিবার’ হিসাবে  রমজানের পুরো মাসের খাবার উপহার  » «   রমজান : সামাজিক যোগাযোগে ইফতার, দানের ছবি এবং মেয়ের বাবার ইফতারী  » «   ট্রিস ফর সিটিস এর কমিউনিটি বৃক্ষরোপণ  » «   রামাদ্বানে ইস্ট লন্ডন মসজিদের নানা আলোকিত আয়োজন  » «   স্বাগত মাহে রমজান  » «   স্মার্ট ব্যাংকিং সেবা নিয়ে ইউরোপে আবারো চালু হচ্ছে নেক মানি ট্রান্সফার  » «   সেতারা চাল পছন্দ না হলে টাকা ফেরত  » «   টরন্টোতে বিসিএসসির ফ্লাওয়ার (কর্ক) উৎসব  » «   ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকের বসন্তবরণ ও পিঠা উৎসব  » «   প্রবাসীদের যাপিত জীবন ও প্রবাসের সৌন্দর্য  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

হজযাত্রীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সৌদি আরবের পূণ্যভূমি মক্কা এবং মদীনা



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

১২ আগস্ট শনিবার সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে । আর এর সাথে শুরু হয়েছে হজের দিন গণনা।

সৌদি কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছেন, ৯ জিলহজ, তথা ২০ আগস্ট, সোমবার অনুষ্ঠিত হবে এবারের হজ। সৌদি হজ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী  এবছর ১৩ লাখ মুসলমান বিভিন্ন দেশ থেকে হজে আসছেন। স্থানীয় হাজির সংখ্যা ২০ লাখ। সব মিলিয়ে ৩৩ লাখ হাজি আরাফাত ময়দানে এবার উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।

বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১১৬৫৩৩ জন হাজি সৌদি আারবে পৌঁছেছেন। ১৭ আগষ্ট শেষ ফ্লাইট পর্যন্ত অবশিষ্ট সব হাজি এসে পৌঁছবেন বলে আশা করা যাচ্ছে।

যে সব হাজি মদিনায় রয়েছেন, তাঁরা হজের আগেই মক্কায় ফিরে আসবেন। কার্যতঃ ৮ জিলহজ, তথা ১৯ আগস্ট, রবিবার থেকেই শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। ঐদিন হাজিগণ এহরাম পরে মিনায় পৌঁছবেন। সবার মুখে থাকবে তালাবিয়া- ‘লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক। আমি হাজির, হে আল্লাহ আমি হাজির।’

বাংলাদেশ হজ কাউন্সেলর মাকসুদুর রহমান জানিয়েছেন, নির্বিঘ্নে ও সফল হজ ব্যবস্থাপনার জন্যে তারা প্রস্তুতি নিয়েছেন। তবে কিছু হজ এজেন্সির বিষয়ে বিভিন্ন অভিযোগ এনে তিনি বলেন, তাদের বিরুদ্ধে সৌদি কর্তিপক্ষ এবং বাংলাদেশ হজ মন্ত্রনালয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

 

সৌদি আরবে এখন গরমের তিব্রতা অনেক বেশি। সব সময় মাস্ক পরে, রোদে ছাতা ব্যবহার, খাবার ক্ষেএে সর্তক থাকার পরামর্শ দিচ্ছেন মেডিকেল টিম। ২৪ ঘন্টা বিষেশজ্ঞ ডাক্তার দ্বারা হাজিগণের সেবা দিয়ে আসছে মেডিকেল টিম।

হাজিগণের সাথে কথা বলে জানা গেছে, প্রচন্ড গরমে তাঁরা কিছুটা অস্থির। তারপরও আল্লাহর মেহমানগণ সুষ্ঠভাবে হজ আদায়ে মনোবল দৃঢ় করেছেন। সকলের তারা প্রস্তুতি নিয়েছেন কাছে দোয়া চেয়েছেন।

নারী হজযাত্রীদের জন্য নারী হজকর্মী নিয়োগ দেয়া গুরুত্বপুর্ণ পদক্ষেপ হিসাবে দেখছেন মদীনা হজ অফিসের ইনচার্জ এবিএম আমিন উল্লাহ্‌ নুরী। তিনি বলেন, নারী হজ যাত্রীদের সার্বক্ষনিক সেবায় নিয়োজিত আছেন নারী হজকর্মীরা।

মহিলা হাজিগণ হোটেল থেকে হারাম শরীফে যাওয়া- আসা, অসুস্থ্য হয়ে গেলে দ্রুত ক্লিনিকে নিয়ে যাওয়া, ক্লিনিকে ভর্তি হওয়া নারীকে সেবা দেয়া, পথ ভুল করে অন্যকোন স্থানে চলে গেলে সেখান থেকে নির্ধারিত হোটেলে নিয়ে আসার জন্য ২৪ঘন্টা কাজ করছেন এই নারী হজ কর্মীরা।

সৌদি আরবে এসে ইন্তেকাল করেছেন ৩৬ জন হজযাত্রী।এদের মধ্যে পুরুষ-৩০, মহিলা-৬জন।

 

কণ্ঠ: সুমু মির্জা


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন