­
­
বৃহস্পতিবার, ১ মে ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
মানবিক করিডর আসলে কী, বিশ্বের আর কোথায় আছে, কতটা কার্যকর?  » «   বিএনপি না জামায়াত কোন দিকে ঝুঁকছে ইসলামপন্থি দলগুলো?  » «   সুইডেনে অতর্কিত বন্দুক হামলায় নিহত ৩  » «   ইতালিতে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের  » «   ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «  

দুবাই কনসুলেটে বঙ্গবন্ধু গোল্ডকাপ নিয়ে সংবাদ সম্মেলন



আরব আমিরাতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্ব ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি দুবাই আল আবির স্টেডিয়ামে কোয়ার্টার-ফাইনালের মধ্য দিয়ে দ্বিতীয় পর্ব শুরু হবে। এই কোয়ার্টার-ফাইনালে প্রবাস থেকে উঠে আসা তারকাদের নৈপুণ্য দেখতে পাবে প্রবাসী দর্শকরা। সেই সাথে প্রতিবারের মতো শ্রমিক আবাসন এলাকায় বাস পাঠানো হবে খেলা দেখতে এটা জানিয়েছেন দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান। তিনি ১৬ ফেব্রুয়ারি কনসুলেটের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

জনাকীর্ণ সংবাদ সম্মেলনে কন্সাল জেনারেল ইকবাল হোসেন খান আরো বলেন এই গোল্ডকাপ টুর্নামেন্ট বিশেষ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ফাইনাল ম্যাচে ১০৭ গ্রামের গোল্ডকাপ সহ বিজয়ী দলকে সম পরিমান প্রাইজমানি দেয়া হবে। বঙ্গবন্দুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ১০০ গ্রাম এবং আমিরাতের ৭টি প্রদেশ বিবেচেনায় আরো ৭ এই মিলিয়ে ১০৭ গ্রমি স্বর্ণ নির্দারণ করা হয়েছে।

আগামি ২০ মার্চ বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই অফিসার্স ক্লাব ফুটবল স্টেডিয়ামে। সামনের খেলাগুলোতে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার জন্য প্রবাসী বাংলাদেশীদের প্রতি দুবাইয়ে নিযুক্ত কন্সাল জেনারেল ইকবাল হোসেন খান অনুরোধ জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যরে মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি দুবাইয়ের আহবায়ক অধ্যাপক আব্দুস সবুর,বাংলাদেশ সমিতি শারজাহের ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল গনি চৌধুরী, কমিউনিটি নেতা শওকত আকবর, হাজী শফিকুল ইসলাম,শাহাদাত হোসেন,কাচা উদ্দিন কাচা ও মোহাম্মদ ইদ্রিস সহ আরো অনেকে।

এ গোল্ডকাপ টুর্নামেন্টে আয়োজক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাইরের খেলোয়াড়দের অংশগ্রহণ নিষিদ্ধ রয়েছে। শুধুমাত্র যেসব প্রবাসী বাংলাদেশিরা আমিরাতের রেসিডেন্স ভিসা নিয়ে অবস্থান করছে তারাই এই টুর্ণামেন্টের খেলোয়াড় হিসেবে গণ্য হবে।

এ টুর্ণামেন্টে বাঙলাদেশি প্রবাসি ছাড়াও বাংলাদেশি ছাত্ররাও অংম নিয়েচে। এখান থেকে কৃতী খেলোয়াড়েরর সুযোগের দুয়ার খুলবে বলেও মনে করছেন অনেকে তাই আগড়ামি কেলাগুলোতে আমিরাতের স্থানীয় ক্লাবগুলোর কর্মকর্তারাও থাকবেন বলে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন