বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ইরানে আগেও সরকার হটিয়েছে যুক্তরাষ্ট্র, তার কী ফল হয়েছিল?  » «   ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন ট্রাম্পের  » «   আয়াতুল্লাহ আলি খামেনি কে, কেন এত গুরুত্বপূর্ণ?  » «   ‘ইরান আত্মসমর্পণ করবে না’ : জাতির উদ্দেশে খামেনির ভাষণ  » «   ঐকমত্য কমিশনের বৈঠকে হট্টগোল, সংলাপে ফিরে জামায়াত বললো-ইউনূস ‘নিরপেক্ষতা’ হারিয়েছেন  » «   ইরান-ইসরায়েল সংঘাত : রাশিয়া কোন পক্ষে?  » «   নির্বাচন হলেই তাদের বিপদ: জামায়াতকে ফখরুলের কটাক্ষ  » «   দশ মাস পরও ভাঙ্গা হচ্ছে ভাস্কর্য, ‘অঞ্জলি লহ মোর’ নিয়ে সমালোচনার ঝড়  » «   আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে রোহিঙ্গা শরণার্থীরা  » «   লন্ডনের স্বাস্থ্যকর স্কুল অ্যাওয়ার্ড অর্জনে শীর্ষে টাওয়ার হ্যামলেটস  » «   “মেয়র’স ডিসঅ্যাবিলিটি রোড শো” অনুষ্ঠিত  » «   আমিরাতে হিজরি নববর্ষ উপলক্ষে ছুটি : পাবেন প্রবাসীরাও  » «   আমিরাতের ভিসা অনিয়মকারীদের মধ্যে ২৫ শতাংশের বেশি বাংলাদেশি  » «   মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবার ফাঁসি  » «   তেহরানে ইসরায়েলি হামলায় গুঁড়িয়ে গেল বাংলাদেশি কূটনীতিকের বাসভবন  » «  

সিলেটে ডা. জোবাইদার ‘বেনামি’ পোস্টার ঘিরে আলোচনার ঝড়



অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রোডম্যাপ এখনও প্রকাশিত না হলেও, সিলেটে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপি নেতাদের তৎপরতা বেড়েই চলেছে। দলীয় হাইকমান্ডের সঙ্গে লবিং ও তদবিরের পাশাপাশি, অনেক নেতা মাঠপর্যায়ে প্রচারণায় অংশ নিয়ে প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন। কে কোন আসনে প্রার্থী হবেন, তা নিয়ে সিলেটজুড়ে জোরালো আলোচনা চলছে। এরই মধ্যে নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের একটি ‘বেনামি’ পোস্টার।

সাধারণ রাজনৈতিক পোস্টারের তুলনায় ভিন্নধর্মী এই রঙিন পোস্টারে তাকে সিলেট-১ আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তবে পোস্টারে কারও নাম বা কোনো সংগঠনের পরিচয় না থাকায় এটি কারা লাগাচ্ছেন—তা জানা যাচ্ছে না। এমনকি, বুধবার (১৪ মে) ডা. জোবাইদার পোস্টার সাঁটানোর ঘটনায় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী একজন ব্যক্তিকে আটক করলেও তার রাজনৈতিক পরিচয় শনাক্ত হয়নি। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিএনপির একটি অভ্যন্তরীণ সূত্রের দাবি, এটি দলীয় কেউ করে থাকতে পারেন। আবার অনেকে বলছেন, বেনামি একটি পোস্টার কোনো প্রার্থীর সম্ভাবনার ওপর প্রভাব ফেলবে না।

সিলেট-১ আসন রাজনৈতিকভাবে বরাবরই গুরুত্বপূর্ণ। ‘সিলেট-১ যার, সরকার তার’—এমন একটি প্রচলিত কথা রয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে। ফলে এই আসন নিয়ে আলোচনা ও কৌশল সবসময়ই গুরুত্ব পায়।

২০২৩ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সিলেটের বিএনপি নেতারা নির্বাচনী প্রস্তুতি শুরু করেন। বিশেষ করে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত সিলেট-১ আসন ঘিরেই আলোচনার কেন্দ্রবিন্দু তৈরি হয়।

এমন পরিস্থিতিতে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সম্প্রতি যুক্তরাজ্য সফরে যান এবং সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। ধারণা করা হচ্ছে, সিলেট-১ আসনের মনোনয়ন নিয়ে তিনি তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন। বৈঠকের পর আরিফের ঘনিষ্ঠ মহল দাবি করে, তিনি ‘গ্রিন সিগন্যাল’ পেয়েছেন। সামাজিক মাধ্যমে তারেক রহমান ও আরিফুলের ছবি দিয়ে অনেকেই ‘শুভ কিছু আসছে’ মন্তব্য করে পোস্ট দেন। এমনকি আরিফ নিজেও লন্ডনের এক গণমাধ্যমকে বলেন, “নতুন কিছু আসছে।”

ঠিক সেই সময়, যখন আরিফ যুক্তরাজ্যে অবস্থান করছিলেন, তখনই সিলেট নগরীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে জোবাইদা রহমানকে নিয়ে তৈরি পোস্টার। পোস্টারে দেখা যায়—এক পাশে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, অন্য পাশে তারেক রহমানের ছবি। আর পোস্টারের বড় অংশজুড়ে রয়েছে ডা. জোবাইদা রহমানের ছবি।

পোস্টারে লেখা রয়েছে: “বাংলাদেশের অহংকার, সিলেটবাসীর গর্ব—ডা. জুবাইদা রহমানকে বাংলাদেশের সর্বোচ্চ মর্যাদা ও সম্মানের সংসদীয় আসন সিলেট-১-এর সাংসদ হিসেবে, আমরা অবহেলিত বঞ্চিত সিলেটবাসী আমাদের অভিভাবক হিসেবে দেখতে চাই।” তবে এই ‘আমরা’ কারা, সেটি স্পষ্ট নয়।

বৃহস্পতিবার (১৫ মে) যুক্তরাজ্য সফর শেষে সিলেটে ফেরেন আরিফুল হক চৌধুরী। পরদিন (১৬ মে) তার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। তবে দেশে ফিরে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্যে তিনি বলেন, “তারেক রহমান সিলেটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। দলের প্রধানের সঙ্গে লন্ডনে বৈঠকে দলকে সুসংগঠিত করার বিষয়ে আলোচনা হয়েছে।”

তিনি আরও বলেন, “কিছু প্রোপাগান্ডায় বিভ্রান্ত না হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখনো কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ প্রকাশ হলে বোর্ড গঠন করে মনোনয়ন দেওয়া হবে।” সেই সঙ্গে তিনি দাবি করেন, “সিলেট-১ আসনে তারেক রহমান বা তার পরিবারের কাউকে মনোনয়ন দিলে সিলেটবাসীর দীর্ঘ ১৭ বছরের বঞ্চনার অবসান ঘটবে।”

জোবাইদা রহমানের পোস্টার ইস্যুতে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জাগো নিউজ-কে বলেন, “ডা. জোবাইদা ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিনী এবং জিয়া পরিবারের সদস্য। তার নামে সংগঠনের পরিচয়হীনভাবে এমন পোস্টার লাগানো তাকে অসম্মান করার শামিল।”

তিনি বলেন, “তিনি যদি নির্বাচনে অংশ নিতে চান, তাহলে এভাবে পোস্টার লাগানোর দরকার নেই। এটি কোনো গোষ্ঠীর ব্যক্তিস্বার্থে করা হয়েছে।” পাশাপাশি তিনি ভবিষ্যতে জিয়া পরিবারের সদস্যদের সম্মানহানিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, “এটা কোনো বিষয় হলো? এমন একটি পোস্টার নিয়ে আমার কোনো মন্তব্য নেই।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন