শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
সাংবাদিক ক্যারলকে গ্লোবাল জালালাবাদ ফ্রান্সের বিশেষ সম্মাননা প্রদান  » «   গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের আন্তর্জাতিক জালালাবাদ উৎসব প্যারিস অনুষ্ঠিত  » «    সাকিব : নক্ষত্রের কক্ষচ্যুতি  » «   লন্ডনে ইউরোপের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী চাটগাঁয়ে মেজবান ৬ অক্টোবর রবিবার  » «   ১১তম মুসলিম চ্যারিটি রান ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে  » «   ৭৫ শেফ এর অংশগ্রহণে বিসিএর শেফ অব দ্যা ইয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত  » «   ৩০ বছরেও ধরা পড়েনি কোনো আসামী, বিচারের দাবীতে মেয়ের সংবাদ সম্মেলন  » «   ইস্টহ্যান্ডসের ফ্রি স্মার্ট ফোন পেলেন ৪০ জন  » «   সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য পদক ২০২৪’পেলেন কবি, সাহিত্যিক ও সংগঠক ফারুক আহমেদ রনি  » «   টাওয়ার হ্যামলেটসে হোমলেসনেস-এর প্রস্তাবিত নতুন পলিসি সাসপেন্ড করেছেন নির্বাহী মেয়র লুৎফুর  » «   লন্ডনে বিসিএ এ্যাওয়ার্ডস ২৮ অক্টোবর থাকছে নানা চমকপ্রদ আয়োজন  » «   বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৩২নং বাসভবন ভস্মীভূত এবং ভাস্কর্য ভাংচুরের নিন্দা ও প্রতিবাদ  » «    অদ্ভুত দেশপ্রেম ও খাঁটি ব্যক্তিগত স্বার্থ  » «   বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবারে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান  » «   দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয়  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

দুবাই কনসুলেটে বঙ্গবন্ধু গোল্ডকাপ নিয়ে সংবাদ সম্মেলন



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

আরব আমিরাতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্ব ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি দুবাই আল আবির স্টেডিয়ামে কোয়ার্টার-ফাইনালের মধ্য দিয়ে দ্বিতীয় পর্ব শুরু হবে। এই কোয়ার্টার-ফাইনালে প্রবাস থেকে উঠে আসা তারকাদের নৈপুণ্য দেখতে পাবে প্রবাসী দর্শকরা। সেই সাথে প্রতিবারের মতো শ্রমিক আবাসন এলাকায় বাস পাঠানো হবে খেলা দেখতে এটা জানিয়েছেন দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান। তিনি ১৬ ফেব্রুয়ারি কনসুলেটের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

জনাকীর্ণ সংবাদ সম্মেলনে কন্সাল জেনারেল ইকবাল হোসেন খান আরো বলেন এই গোল্ডকাপ টুর্নামেন্ট বিশেষ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ফাইনাল ম্যাচে ১০৭ গ্রামের গোল্ডকাপ সহ বিজয়ী দলকে সম পরিমান প্রাইজমানি দেয়া হবে। বঙ্গবন্দুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ১০০ গ্রাম এবং আমিরাতের ৭টি প্রদেশ বিবেচেনায় আরো ৭ এই মিলিয়ে ১০৭ গ্রমি স্বর্ণ নির্দারণ করা হয়েছে।

আগামি ২০ মার্চ বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই অফিসার্স ক্লাব ফুটবল স্টেডিয়ামে। সামনের খেলাগুলোতে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার জন্য প্রবাসী বাংলাদেশীদের প্রতি দুবাইয়ে নিযুক্ত কন্সাল জেনারেল ইকবাল হোসেন খান অনুরোধ জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যরে মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি দুবাইয়ের আহবায়ক অধ্যাপক আব্দুস সবুর,বাংলাদেশ সমিতি শারজাহের ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল গনি চৌধুরী, কমিউনিটি নেতা শওকত আকবর, হাজী শফিকুল ইসলাম,শাহাদাত হোসেন,কাচা উদ্দিন কাচা ও মোহাম্মদ ইদ্রিস সহ আরো অনেকে।

এ গোল্ডকাপ টুর্নামেন্টে আয়োজক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাইরের খেলোয়াড়দের অংশগ্রহণ নিষিদ্ধ রয়েছে। শুধুমাত্র যেসব প্রবাসী বাংলাদেশিরা আমিরাতের রেসিডেন্স ভিসা নিয়ে অবস্থান করছে তারাই এই টুর্ণামেন্টের খেলোয়াড় হিসেবে গণ্য হবে।

এ টুর্ণামেন্টে বাঙলাদেশি প্রবাসি ছাড়াও বাংলাদেশি ছাত্ররাও অংম নিয়েচে। এখান থেকে কৃতী খেলোয়াড়েরর সুযোগের দুয়ার খুলবে বলেও মনে করছেন অনেকে তাই আগড়ামি কেলাগুলোতে আমিরাতের স্থানীয় ক্লাবগুলোর কর্মকর্তারাও থাকবেন বলে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন