বিশ্বময়ি করোনা মহামারিতে ভালো নেই মানুষ। তার উপর ৫ বছর আগে হারিয়ে যাওয়া ছেলের জন্য মৃত্যুযাত্রি বাবার আহাজারি কতোটা বেদনাভরা তা প্রায় সকল মানুষই জানেন। আরব আমিরাতের রাস আল খাইমাহ প্রবাসি সিপন আহমদ ৫ বছর আগে হারিয়ে যান। অনেক খোাঁজাখুঁজির পরও তা পরিবার কোন খোঁজ পায়নি। সিপনের মৃত্যুযাত্রি বাবার আহাজারি সিপনকে শেষবেলা দেখতে চান। সিপনের বড়ভাই তার সন্ধান চেয়ে দিয়েছেন ইমো নাম্বার। কোন ব্যক্তি সন্ধান পেয়ে থাকলে + 33 7 53 78 28 38 নাম্বারে যোগোযোগ করার অনুরোধ করা হয়েছে।
হারিয়ে যাওয়া সিপনের আত্মীয় শাহনেয়াজ জানান, সিপনের বাড়ি সিলেটের মৌলভীবাজার জেলার বড়লেখা সদর ইউনিয়নের বিছরাবাজারে। ৫ বছর ধরে তার পরিবার তাকে নিয়ে দুশ্চিন্তায় আছেন। কোন হৃদয়বান ব্যক্তি সিপনের সন্ধান পেলে তার পরিবারের দেয়া নাম্বারে যোগাযোগ করতে তিনি অনুরোধ করেছেন।