সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
লন্ডনে বিসিএ এ্যাওয়ার্ডস ২৮ অক্টোবর থাকছে নানা চমকপ্রদ আয়োজন  » «   বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৩২নং বাসভবন ভস্মীভূত এবং ভাস্কর্য ভাংচুরের নিন্দা ও প্রতিবাদ  » «    অদ্ভুত দেশপ্রেম ও খাঁটি ব্যক্তিগত স্বার্থ  » «   বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবারে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান  » «   দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয়  » «   টাওয়ার হ্যামলেটসের বো এলাকায় নতুন কাউন্সিল ভবনের উদ্বোধন করেছেন নির্বাহী মেয়র লুৎফুর  » «   বাংলাদেশে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাংবাদিকের প্রাণহানি এবং সৃষ্ট অস্থিরতা-সহিংসতায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের ক্ষোভ-নিন্দা  » «   সৃজনের আলোয় মুস্তাফিজ শফি, লন্ডনে বর্ণাঢ্য সংবর্ধনা  » «   বৃটেনে বাংলাদেশি বংশোদ্ভূত তাহমিনার অসাধারণ সাফল্য  » «   দুই বঙ্গকন্যা ব্রিটিশ মন্ত্রীসভায় স্থান পাওয়ায় বঙ্গবন্ধু লেখক এবং সাংবাদিক ফোরামের আনন্দ সভা ও মিষ্টি বিতরণ  » «   কেয়ার হোমের লাইসেন্স বাতিলের বিরুদ্ধে আইনী লড়াইয়ে ল’ম্যাটিক সলিসিটর্সের সাফল্য  » «   যুক্তরাজ্যে আবারও চার ব্রিটিশ-বাংলাদেশী  পার্লামেন্টে  » «   আমি লুলা গাঙ্গ : আমার আর্তনাদ কেউ  কী শুনবেন?  » «   বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে লন্ডনে ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটসের সেমিনার অনুষ্ঠিত  » «   লন্ডনে বাংলা কবিতা উৎসব ৭ জুলাই  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসিপরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষা উপকরণ বিতরণ
আয়োজক ফ্রেন্ডস স্টার এসোসিয়েশন ব্যাচ-১৯



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিয়ানীবাজার উপজেলার পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ফ্রেন্ডস স্টার এসোসিয়েশন ব্যাচ-১৯ এর উদ্যোগে এসএসসি ২০২৪ ইং পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ প্রদান করেছে।

সোমবার(০৫ ফেব্রুয়ারী)দুপুরে বিদ্যালয়ের হলরুমে প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক খালেদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য বেলাল আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ আহমদ, সহকারী প্রধান শিক্ষক হারুনুর রশীদ, মৌলভী শিক্ষক রিয়াদুল ইসলাম, সহকারী শিক্ষক শাহেদ আহমদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফ্রেন্ডস স্টার এসোসিয়েশন ব্যাচ-১৯ এর ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাকিম মাহমুদ নাসিম,সাধারণ সম্পাদক আবিদুর রহমান, এসএসসি পরীক্ষার্থী তারেকা ইসলাম সাথী,আদনান হাকিম।

প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ আহমদ প্রশংসা করে বলেন, আমরা  আত্মতৃপ্তিতে আজ  গর্বিত। আমাদের সন্তানেরা ভালো কাজের সাথে সম্পৃক্ত আছে। সামাজিক এবং মানবিক কাজে তাদের চিন্তাধারা এভাবে এগিয়ে থাকুক। তাদের এরকম উদ্যোগ অনুকরণীয়। যা অন্যান্য  শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।

শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, আবু বক্কর সিদ্দিক, আবুল কাশেম,নোমান আহমদ,খালেদ আহমদ, শিপন দাস,কাজেম আলী,বিপ্লব মিয়া,ফাহমিদা সুলতানা মিলি।

ফ্রেন্ডস স্টার এসোসিয়েশন ব্যাচ-১৯ এর সাধারণ সম্পাদক আবিদুর রহমান বলেন, আমরা আমাদের বোধের জায়গা থেকে চিন্তা করেছি পূর্ব মুড়িয়া এলাকার জন্য আমাদের কিছু করা প্রয়োজন। এই মাটি ও মানুষের পাশে থাকার দায়বদ্ধতা থেকেই আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় নিয়েছি পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। আমরা আগামীতে বেশ কিছু সামাজিক ও মানবিক কাজের উদ্যোগ নিয়েছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফ্রেন্ডস স্টার এসোসিয়েশন ব্যাচ-১৯ এর সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম হানিফ, অর্থ সম্পাদক আবু হানিফ উসমান, প্রচার সম্পাদক মোঃ হাফিজুর রহমান তামিম, ক্রীড়া সম্পাদক আবুল খায়ের, সদস্য এমরান আহমদ, খালেদুর রহমান ফাহাদ, কামরুল আহমদ, সজীব মালাকার,জাছিম চৌধুরী, নুরুল তালুকদার প্রমুখ।

সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি, মুস্তাকিম মাহমুদ নাসিম বলেন, পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৯ ব্যাচের সকল বন্ধুদের সহযোগিতায় আজ আমর আমাদের বিদ্যালয়ে ছোট ভাই-বোনদের হাতে সামান্য উপহার দিতে পেরেছি। আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমাদের প্রবাসী বন্ধুদের যাদের একটি বড় সহযোগিতায় আমাদের অংশ গ্রহণের সুযোগ হয়েছে।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন