আলীনগর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের এক সাধারণ সভা গত ২৫ শে সেপ্টেম্বর বার্মিংহামের সেবুল পার্টি ঘরে অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাজ্যে বসবাসরত আলীনগর গ্রামের তরুণদের আয়োজনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি হেলাল চৌধুরী( বকুল)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের উপদেষ্টা জালাল চৌধুরী ।
ট্রাস্টের সাধারণ সম্পাদক জাকের চৌধুরীর সঞ্চালনায় ট্রাস্টের সহ-সভাপতি আজিজুর রহমানের পবিত্র কুরআন তেলায়তের মাধ্যমে সভা শুরু হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সভাপতি হেলাল চৌধুরী বকুল। ট্রাস্টের সাবেক আহবায়ক ও বর্তমান সদস্য জায়েদ মানিক চৌধুরী পূর্ণাঙ্গ কমিটিকে সবার কাছে পরিচয় করিয়ে দেন।
সভায় গুরুত্বপূর্ণ মতামত তুলে বক্তব্য রাখেন জালাল চৌধুরী, কবির চৌধুরী, আজীজুর রহমান, সোহেল আহমদ, ইমাম উদ্দীন রিপন, আকরাম চৌধুরী,শরিফ চৌধুরী, এনামুল হক,নানু মিয়া,রাজু আহমদ,রেজোয়ান উদ্দীন, আব্দুল মোহিত, আইনুল হক,ছুলেমান আহমদ,জাহেদ মানিক চৌধুরী,সাদেক খাঁন,কামরুল ইসলাম ,সেবুল আহমদ প্রমুখ ।
সভায় তরুণদের মতামত ,তাদের চিন্তা ,ভাবনা ও পরিকল্পনাকে বিশেষ ভাবে প্রাধান্য দেওয়া হয় । এছাড়াও ট্রাস্টের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় এগুলো- সংগঠনের কার্যক্রমে স্বচ্ছতা থাকতে হবে, দুই বছর অন্তর নতুন কমিটি করতে হবে, সবার মতামতকে গুরুত্ব দিতে হবে, প্রতিমাসে মিটিং করতে হবে, এবং এই ট্রাস্টের মাধ্যমে অর্থনৈতিক ভাবে সমাজে দরিদ্র নিপীড়িত অসহায় মানুষদের সহযোগিতা এগিয়ে আসা সহ এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় সম্মানিত বয়োজ্যেষ্ঠরা কিছু মূল্যবান নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন যা অনুসরণ করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সংগঠনের ট্রাস্টি নুর উদ্দীনের মমতাময়ী মাসহ সকল অসুস্থ এবং মানুষের সার্বিক কল্যাণে দোয়া পরিচালনা করেন ট্রাস্টের সহ-কোষাধ্যক্ষ এনামুল হক।
রাতের খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।