সংযুক্ত আরব আমিরাত সফররত সিলেট বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লবকে সংবর্ধনা দিয়েছে উন্ম আল কোয়াইন আওয়ামীলীগ ও যুবলীগ।
বুধবার ৩১ মার্চ উম্ম আল কোয়াইন আওয়ামীলীগের সভাপতি শ্রী অনুকুল রামের অফিসে আওয়ামীলীগ ও যুবলীগের পক্ষ থেকে করোনা স্বাস্থ্যবিধি মেনে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত উম্ম আল কোয়াইন আওয়ামীলীগের সহ সভাপতি মোহাম্মদ হেলাল আহমদ,সাধারণ সম্পাদক এহসানুল হক চৌধুরী,সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম,উম্ম আল কোয়াইন আওয়ামী যুবলীগের সভাপতি মোহাম্মদ সেলিম বেপারী ও সাধারণ সম্পাদক রুবেল আহমদ শিবলু এবং আজমান আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম সুমন আহমদ প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, সিলেট বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব একজন সমাজদরদী জননেতা। ছাত্ররাজনীতি থেকে শুরু করে তৃণমূল মানুষের সাথে সম্পৃক্ত থেকে রাজনীতি করছেন। এবং উপজেলা চেয়াম্যান নির্বাচিত হয়ে ইতিমধ্যে দুর্নীতি, দখলদার ও পেশী শক্তির বিরুদ্ধে বলিষ্ট কণ্ঠস্বর হয়ে নিজ অঞ্চলের জনগণের হয়ে কাজ করছেন। উন্ম আল কোয়াইন আওয়ামীলীগ ও যুবলীগ পক্ষ থেকে তাকে অভিনন্দন। বাংলাদেশের অব্যাহত উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে চেয়ারম্যান পল্লবের মতো জননেতা সমাজে দরকার।
আরও দেখুন-