রবিবার, ১ অক্টোবর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
ওয়াশিংটন ডিসি থেকে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী  » «   যুক্তরাজ্য প্রবাসীরা প্রধানমন্ত্রীকে যেসব দাবী জানিয়েছেন  » «   বার্মিংহাম মিডল্যান্ডস বাংলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত  » «   নাইট্রাস অক্সাইড এর অপব্যবহারের ঝুঁকি কমাতে টাওয়ার হ্যামলেটস এবং কুইন মেরি ইউনিভার্সিটির সম্মিলিত উদ্যোগ  » «   স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যারিস্টার আবুল কালাম চৌধুরীর মনোনয়ন নিশ্চিত করার দাবী  » «   মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত  » «   টরেন্টো বাংলা পাড়া ক্লাবের ১ম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  » «   ফুটবলের ব্যাখ্যাতিত নায়ক  » «   বিলেতে হালাল ব্যবসায় হাবিবুর রহমানের সাফল্য  » «   ইউ‌কে বাংলা প্রেসক্লা‌বের দোয়া মাহ‌ফিল  » «   বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের ‘মোবাইল ক্লিনিক’ সেবা উদ্বোধন  » «   লণ্ডনে গ্রেটার পাতন এসোসিয়েশন ইউকের বর্ণাঢ্য অভিষেক  » «   সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত  » «   ইস্টহ্যান্ডস’র আয়োজনে লন্ডনে বাগান প্রেমীদের মিলন মেলা  » «   লন্ডন বাংলা স্কুল এর আনুষ্ঠানিক উদ্বোধন  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

ফরাসি ভাষা শিক্ষায় ‘বেসিক-ফ্রঁসে বাংলা’ অ্যাপ্লিকেশনের আনুষ্ঠানিক উদ্বোধন



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ফরাসি ভাষা শিক্ষায় বাংলাদেশিদের দক্ষতা অর্জনের প্রয়াস নিয়ে প্যারিসে অ্যাপ ভিত্তিক ‘বেসিক-ফ্রঁসে বাংলা’ অ্যাপ্লিকেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

লুদো-ভিক বাংলা বিভাগের উদ্যোগে রবিবার সন্ধ্যায় প্যারিসের ম্যারি দ্য অভারভিলিয়ের একটি হলরুমে এই অ্যাপ্লিকেশনের উদ্বোধন ও ফরাসি ভাষার প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয় ।

আন্তর্জাতিক সফটওয়ার কোম্পানি লুদো-ভিক’র প্রেসিডেন্ট অলিভার জেক এমবার্গের সভাপতিত্বে সমাজকর্মী মোহাম্মদ মহিউদ্দিন ঢালী নিসু’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন লুদো-ভিক বাংলা বিভাগের প্রধান মোহাম্মদ আলী চৌধুরী।

এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন  আয়ারল্যান্ডে কর্মরত  চিকিৎসক ডাঃ জিন্নুরাইন জায়গীরদার।

ফরাসি ভাষার প্রয়োজনীয়তার উপর মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ইউরো-বাংলা প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি,আর টিভি ফ্রান্স প্রতিনিধি  তাইজুল ফয়েজ।

ফ্রান্স ও বাংলাদেশ  জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ‘বেসিক-ফ্রান্স বাংলা’ অ্যাপ্লিকেশনের উদ্বোধন করেন এস্যাইলাম এন্ড ইমিগ্র্যান্ট সলিউশন সংস্থা’র চেয়ারম্যান উবায়দুল্লাহ কয়েস, সলিডারিতে আঁজি ফ্রান্স’র প্রেসিডেন্ট ও মাখনে লা-ভিলে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এন কে নয়ন,

বিশেষ অতিথির বক্তব্য রাখেন  বাংলাদেশ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালেহ আহমদ চৌধুরী,মির্জা গ্রুপ ফ্রান্সের চেয়ারম্যান মির্জা মাজহারুল,ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভ,  লিগ্যাল এইডের চেয়ারম্যান এম এ আজাদ, সিনিয়র সাংবাদিক অধ্যাপক অপু আলম, শাহজালাল স্পোর্টিং ক্লাব ফ্রান্সের সভাপতি ফয়সল আহমদ, তৃতীয় বাংলা ডটকম’র সম্পাদক এনায়েত হোসেন সুহেল,সময় টিভির ফ্রান্স প্রতিনিধি লুৎফুর রহমান বাবু,প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি শাহ সুহেল আহমদ,  এনটিভি (ইউকে)ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুন, ডিবিসি নিউজের ফ্রান্স প্রতিনিধি ইকবাল জাফর, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক হোসেইন মোহাম্মদ মনির, দৈনিক আমাদের সময় পত্রিকার ফ্রান্স প্রতিনিধি আশিক আহমদ উল্লাস, ডাঃ সায়মা মোস্তফা, ইউরো-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি,এটিএন বাংলা( ইউকে) ফ্রান্স প্রতিনিধি  তাজ উদ্দিন, দৈনিক বাংলাদেশের আলো ফ্রান্স প্রতিনিধি কবি সোহেল আহমদ , মাইটিভি ফ্রান্স প্রতিনিধি বাদল পাল, ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন লিপু,যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট নিউজ ওয়ার্ল্ড ফ্রান্স প্রতিনিধি  ময়নুল হক,আলী হোসেন ।

অনুষ্ঠানে লুদো-ভিক সাস’র প্রেসিডেন্ট অলিভার জেক এমবার্গ ও লুডো-ভিক বাংলা বিভাগের  প্রধান মোহাম্মদ আলী চৌধুরী মধ্যে একটি বিতরণ চুক্তি স্বাক্ষরিত হয়।

বক্তারা বলেন, ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিদের জীবনমান উন্নয়নে ফরাসি ভাষা শিক্ষার কোনো বিকল্প নেই। দৈনন্দিন কাজের পাশাপাশি বাংলাদেশিদের দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ফরাসি ভাষা হচ্ছে মৌলিক ও প্রধান নিয়ামক শক্তি। বক্তারা আরো বলেন, ফরাসি সভ্যতায় বাঙালি কৃষ্টি-কালচার ছড়িয়ে দিতে ফরাসি ভাষা ও সংস্কৃতিকে আমাদের ধারণ করতে হবে।

উপস্থিত সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে স্বাগত বক্তব্যে মোহাম্মদ আলী চৌধুরী বলেন দীর্ঘ প্রায় ২ বছরের নিরলস প্রচেষ্টার পর আজকে এই অ্যাপ্লিকেশন সবার সামনে উন্মুক্ত করতে পেরে আমি খুবই আনন্দিত।

মূলতঃ আমাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাংলা ভাষাভাষী মানুষের কাছে ফরাসি ভাষা শিক্ষা সহজ করে পৌঁছে দিতে আমাদের এই বেসিক-ফ্রান্স বাংলা’ অ্যাপ্লিকেশন তৈরির ভাবনা এবং আনুষ্ঠানিক যাত্রা। তিনি বলেন, এই অ্যাপ্লিকেশন ব্যবহারের মাধ্যমে যদি মানুষজন উপকৃত হন এটিই হবে আমার দীর্ঘ জার্নির চূড়ান্ত স্বার্থকতা ও সফলতা।

তিনি জানান- অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে প্রাথমিক পর্যায় ৯ ইউরো খরচ হবে। এতে বর্তমানে ২০টি মডিউলে রয়েছে, যা ক্রমান্বয়ে আরো সংযোজন হবে।

আমাদের অনেক বাংলাদেশি যারা ফ্রান্সে নতুন  তাদের কথা চিন্তা করে আমাদের লুদো-ভিক সাস’র প্রেসিডেন্ট একটি বিকল্প ব্যবস্থা শীঘ্রই নিয়ে আসবেন বলে আমি বিশ্বাস করি ।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন