প্রতিদিনই প্রাণঘাতী করোনাভাইরাস ভয়ঙ্কর হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রায় প্রতিদিনই নতুন নতুন রেকর্ড সংখ্যক আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে।
সবশেষ তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮২ জন। মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩৩জন। মারা গেছে ৫জন, এই নিয়ে দেশটিতে মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছেন ৫২জনে। অন্যদিকে সুস্থ হয়েছেন ৩৫ জন, দেশটিতে সর্বমোট সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৭২০ জন।
নতুন আক্রান্তদের মধ্যে রিয়াদে ৭৬জন, মক্কায় ১৩১জন, মদিনায় ৯৫জন, জেদ্দায় ৫০জন, দাম্মাম ১৫জন, খোবার ১জন, তায়েফ ১জন, হুফুফ ৩জন, ৫জন, আল সামলি ১জন, মাইসান ১জন, সাবত আল আলাইয়ান ৩জন বলে জানা গেছে, তথ্যসূত্রে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।
দূতাবাস এবং কনস্যুলেট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সৌদিতে করোনায় আক্রান্ত হয়ে ১১ জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। সৌদি সরকার করোনার বিস্তার রোধ করতে নানামুখি পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি নাগরিক এবং বিদেশিদের সচেতন করতে প্রচারণা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশী প্রবাসীদের ঘরে থাকার জন্য এবং এই দেশের আইন-কানুন গুলো মেনে চলার জন্য পরামর্শ দিয়েছেন দূতাবাস এবং কনস্যুলেটের পক্ষ থেকে।
দূতাবাস এবং কনস্যুলেটের অফিশিয়াল ফেসবুক পেজের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছেন। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে বলা হয়েছে। খাদ্য সংকটে থাকা প্রবাসী বাংলাদেশীদেরকে দূতাবাস এবং কনস্যুলেটের পক্ষ থেকে সহায়তা দেয়ার জন্য ইতোমধ্যে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। ইতোমধ্যে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশির কাছ থেকে ম্যাসেজ পাওয়া গেছে। তবে এখন যেহেতু ২৪ ঘণ্টা কারফিউ সে কারণে কোথাও মুভ করা যাচ্ছেনা। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে। সহায়তা বিতরণের জন্য সৌদি কর্তৃপক্ষের সহযোগিতা চাওয়া হয়েছে। তারা সম্মতি দিলে সাহায্যপ্রার্থীদের খাদ্য সামগ্রী নিয়ে তারা ঘরে ঘরে সেটা পৌঁছে দেয়ার ব্যবস্থা করবে। আপনার কেউ হতাশ হবেন না ঘরে থাকুন নিরাপদে থাখুন এ দেশের আইন মেনে চলুন।