মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় স্বাস্থ্যবিধি না মানায় ইউএনও এবং এসিল্যান্ডের যৌথ অভিযানে বুধবার (২২ জুলাই) এক মোবাইল কোর্টের মাধ্যমে ১৬ হাজার ২ শত টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী বুধবার রাতে কুলাউড়া পৌরসভার কোরবানির পশুর হাটে মাস্ক না পরায় ২ জন ক্রেতাকে ২ হাজার টাকা ও গাজিপুর বাজারে ২ ব্যবসায়ীকে সন্ধ্যা ৭ টার পর দোকান খোলার রাখার অপরাধে ২ হাজার টাকাসহ মোট ৪ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
অপরদিকে কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম দুপুরে উপজেলা শহরের বাদে-মনসুর এলাকায় এক মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করে সামাজিক দুরত্ব বজায় না রাখা ও মাস্ক ব্যবহার না করা এবং মেয়াদোত্তীর্ণ পন্য সংরক্ষনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবসা প্রতিষ্টান ও ব্যক্তি পর্যায়ে ৫ টি মামলায় মোট ১২ হাজার ২ শত টাকা জরিমানা করে আদায় করা হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে কুলাউড়া থানার পুলিশ ফোর্স সহায়তা করে।