শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
শিশুর বাম চোখের পরিবর্তে ডান চোখে অস্ত্রোপচার, চিকিৎসক গ্রেফতার  » «   ‘মৃত্যুদণ্ড প্রাপ্ত’ বাবর ১৭ বছর পর কারামুক্ত  » «   সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা  » «   ছাগলকাণ্ডে আলোচিত মতিউর স্ত্রীসহ গ্রেফতার  » «   জিয়া অরফানেজ ট্রাস্ট: আপিলে খালেদা-তারেকসহ সবাই খালাস  » «   বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের অবমানননা ও লাঞ্ছনার তীব্র প্রতিবাদ  » «   অফস্টেডে ‘আউটস্ট্যান্ডিং’ টাওয়ার হ্যামলেটস : সরকারের রিপোর্ট বলছে, “শিশুরা পায় চমৎকার সহায়তা”   » «   সাত বছরের শিশুর ধর্ষণের বিচারের দাবিতে রাজপথে আন্দোলনে এক মা  » «   বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান  » «   জয় বাংলা স্লোগান দেয়ায় ছাত্রলীগ নেত্রীকে ৯ তলায় নেয়া হলো সিঁড়ি দিয়ে  » «   ‘সম্পর্ক’ স্বাভাবিক হবে ঢাকায় নির্বাচিত সরকার এলে, জানালেন ভারতের সেনাপ্রধান  » «   ঘরটি কেন পুড়েনি?  » «   অমর একুশে বইমেলা নিয়ে কী হচ্ছে?  » «   ‘ভালো বন্ধু’ টিউলিপকে বরখাস্ত করার মত কঠোর হতে পারবেন স্টারমার?  » «   ১১ দিনে প্রবাসী আয় এলো ৭৩ কোটি ৬৬ লাখ ডলার  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

বাংলাদেশ বাংকার সমিতি রোমের আনন্দ উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ইতালিতে  বৃহৎ ব্যবসায়ী সংগঠন বাংলাদেশ বাংকার সমিতি রোম এক আনন্দ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে রাজধানী রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে।

সংগঠনের সভাপতি ওসমান সরদার সোহেল‌ এর সভাপতিত্বে সিনিয়র সহ সভাপতি হিমেল দেওয়ান ও সাংগঠনিক সম্পাদক কাউসার ফারুকের যৌথ পরিচালনায় আয়োজনটির সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহজাহান মাতবর।

এছাড়াও উপস্থিত ছিলেন সহ সভাপতি মাহমুদুল হাসান কামাল, উপদেষ্টা তোফায়েল আহমেদ এহসান, মোঃ সুমন, সহ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, জি এস আলমগীর বুলবুল,জামাল বেপারি সহ, রফিক খান, আমিনুর ইসলাম খোকন, শরিফ দেওয়ান, শরীফ মাহমুদ, উজ্জ্বল দত্ত, আকতার হোসেন, টুলটুল ফারুক, মোঃ মামুন, নাসির সওদাগর, আরিফ হোসেন, বাদল মোল্লা, শাহীন শেখ, মোঃ ইউনুস, আল আমিন খান, শাহীন খান, সজীব আহমেদ, রাসেল আহমেদ, মীর আনোয়ার, সুমন হাওলাদার, এনামুল হাসান সাগর, মোঃ মান্নান, মোঃ শাহীন সহ অনেকে।

করোনার দীর্ঘ বিরতির পর সংগঠনের সকল নেতৃবৃন্দ ও তাদের পরিবারের সদস্যরা এই আনন্দ উৎসবে অংশগ্রহণ করে।

সংক্ষিপ্ত বক্তব্যে তারা বলেন” ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হয়ে নিজেদের অর্থনৈতিক উন্নয়ন সহ দেশের উন্নয়নে ও তারা কাজ করে যাবেন। পাশাপাশি কমিউনিটির সকল সামাজিক কার্যক্রমে তাদের সহযোগিতা অতীতের ন্যায় আগামীতে ও থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেষে নৈশভোজ ও আনন্দ উৎসবের সাংস্কৃতিক পর্বে  ইতালির স্বনামধন্য শিল্পী মানসিব ও পুতুল গান পরিবেশন এর মাধ্যমে মাতিয়ে রাখেন আগত পরিবার গুলোকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন