সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
টরেন্টো বাংলা পাড়া ক্লাবের ১ম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  » «   ফুটবলের ব্যাখ্যাতিত নায়ক  » «   বিলেতে হালাল ব্যবসায় হাবিবুর রহমানের সাফল্য  » «   ইউ‌কে বাংলা প্রেসক্লা‌বের দোয়া মাহ‌ফিল  » «   বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের ‘মোবাইল ক্লিনিক’ সেবা উদ্বোধন  » «   লণ্ডনে গ্রেটার পাতন এসোসিয়েশন ইউকের বর্ণাঢ্য অভিষেক  » «   সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত  » «   ইস্টহ্যান্ডস’র আয়োজনে লন্ডনে বাগান প্রেমীদের মিলন মেলা  » «   লন্ডন বাংলা স্কুল এর আনুষ্ঠানিক উদ্বোধন  » «   লন্ডনে বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব  » «   চ্যানেল এস এর সিনিয়র নিউজ প্রেজেন্টার মুনিরা পারভিনের মাতা শাহানা সুলতানা’র মৃত্যুতে ক্লাব নেতৃবৃন্দের শোক  » «   কানাডায় স্বাগতম ! তবে তার আগে…  » «   ইউ‌কে-বাংলা প্রেসক্লা‌বের সভাপ‌তি রেজা আহমদ ফয়সল চৌধুরীর মাতৃবিয়োগে ৫২বাংলার শোক প্রকাশ  » «   ইউ‌কে-বাংলা প্রেসক্লা‌বের সভাপ‌তি রেজা আহমদ ফয়সল চৌধুরীর মাতৃবিয়োগে শোক প্রকাশ  » «   বৃটেনের শিক্ষার্থীদের জন্য মেয়র লুৎফুর রহমানের অনুকরণীয় দৃষ্টান্ত  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

শুধুই নারীদের পরিচালনায় প্রথম সৌদি আরবের আকাশে উড়ল ব্যতিক্রমী ফ্লাইট



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সৌদি আরবে আভ্যন্তরীণভাবে চালু হলো ব্যতিক্রমী ফ্লাইট। এই ফ্লাইটের ক্রুদের সবাই নারী। তাদের বেশির ভাগই সৌদি আরবের। বিমানটির ভাড়াও অনেক কম। এই এয়ারলাইনের নাম ফ্লাইডিল। শুক্রবার সংস্থাটির অফিসিয়াল টুইটার একাউন্টে এ ঘোষণা দেয়া হয়েছে। বলা হয়েছে, সৌদি আরবের বেসামরিক বিমান চলাচলের ইতিহাসে প্রথমবারের মতো ফ্লাইডিল পরিচালনা হচ্ছে সব নারী ক্রুদের নিয়ে। তাদের বেশির ভাগই সৌদি আরবের নাগরিক। এই বিমানের যাত্রা শুরু হলো এ৩২০ বিমানে করে। এর মধ্যে রিয়াদ থেকে জেদ্দায় উড়ে গিয়েছে ফ্লাইট ১১৭।

এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।

দীর্ঘদিন বিমান ক্রুদের মধ্যে আধিপত্য বিস্তার করে আছেন পুরুষরা। তাদের সঙ্গে এখন পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছেন নারীরা। এটা তারই প্রমাণ। আর সেটা নতুন মাত্রা পেয়েছে সৌদি আরবে। ফ্লাইট ১১৭তে ক্রু ছিলেন সাতজন। এতে সহ-পাইলট ছিলেন ইয়ারা জ্যান (২৩)। সৌদি আরবের সবচেয়ে কম বয়সী নারী পাইলট তিনি।

ইয়ারা জ্যান আরব নিউজকে বলেছেন, সৌদি আরবে বেসামরিক বিমান চলাচলের ইতিহাসে এমন একটি মুহূর্তের অংশীদার হতে পেরে তিনি ভীষণভাবে গর্বিত। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি ফ্লাইট বিষয়ক স্কুল থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন তিনি। এক বছর আগে যোগ দেন ফ্লাইডিলে। তিনি বলেন, একজন সহ-পাইলট হিসেবে দায়িত্ব পালন করার অর্থ হলো নেভিগেশন, চেকলিস্টের মতো গুরুত্বপূর্ণ অনেক ভূমিকায় পাইলটকে সাহায্য করা। এ দায়িত্ব একজন সৌদি তরুণীর জন্য কতটা গুরুত্বপূর্ণ তা তিনি অনুধাবন করতে পেরেছেন। তিনি বলেন, যদিও একজন সৌদি নারীর জন্য পাইলট হওয়ার ধারনা নতুন, তবে আমাদের প্রজন্মের জন্য এটি অসম্ভব কিছু নয়। বিশেষ করে আমরা আমাদের প্রিয় দেশ এবং আমাদের সম্মানিত নেতাদের কাছ থেকে সমর্থন পাচ্ছি। তারা আমাকে সৌদি আরবে সর্বকনিষ্ঠ মহিলা পাইলট হতে সমর্থন করেছেন। সবসময় একটি ইতিবাচক পরিবর্তন করার সুযোগ পেলে খুশি হব।

সম্প্রতি সৌদি আরবে নারী পাইলটের সংখ্যা বেড়েছে। এক্ষেত্রে তিনটি নাম উল্লেখ করতে হয়। তারা হলেন হানাদি জাকারিয়া আল-হিন্দি। তিনি সৌদি আরবে লাইসেন্সধারী প্রথম বাণিজ্যিক পাইলট হিসেবে বিমান চালিয়েছেন। এয়ারবাস এ৩২০ আন্তর্জাতিকভাবে প্রথম পরিচালনা করেন পাইলট রাওয়ায়া আল রাইফি। তিনি সংযুক্ত আরব আমিরাত থেকে একটি সিভিল এয়ারক্রাফট পরিচালনা করেন। তৃতীয়জন হলেন কো-পাইলট ইয়াসমিন আল মাইমানি। সৌদি আরবে প্রথম বাণিজ্যিক বিমানের কো-পাইলট তিনি।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন