সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা ইনক আয়োজিত জালাল স্মৃতি সিক্স এ সাইড টুর্নামেন্টের ফাইনালে সিলেট একাদশ তুমুল উত্তেজনাপূর্ণ খেলায় ৮১ রানে হানটার্স কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
সিলেট একাদশের পক্ষে ইকবাল অনবদ্য ৭৭ রান করে ম্যান আফ দ্যা ফাইনাল নির্বাচিত হোন ।বোলিং এ সাবেক জাতীয় খেলোয়াড় তাপস বৈশ্য ২ উইকেট নিয়ে সিলেট একাদশের জয়ে ভুমিকা রাখেন । টুর্নামেন্টে অসামান্য নৈপুণ্যের জন্য তাপস বৈশ্য কে ম্যান অফ দা টুর্নামেন্ট মনোনীত করা হয় ।ফাইনালের আরেকটি আকর্ষন ছিলো আকর্ষনীয় বারবাকিউ পার্টি ।উক্ত আয়োজনে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
চুড়ান্ত খেলায় মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক ডিস্ট্রিক্ট ১১ এর সিনেটর জন ল্যু ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি ময়নুল হক হেলাল , স্পোর্টস কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি মনজুর চৌধুরী , স্পোর্টস কাউন্সিলের সাবেক সভাপতি মহিউদ্দিন দেওয়ান ,জালালাবাদ এসোসিয়েশনের সাধারন সম্পাদক শেফাজ চৌধুরী, কমিউনিটি একটিভিস্ট রব্বানী চৌধুরী কম্যুনিটি একটিভিস্ট শাহীন আজমল, সিলেট সদর থানা এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা সুফিয়ান খান,উপদেষ্টা এম.সি .কামাল, উপদেষ্টা হাসান চৌধুরী মাসুম, উপদেষ্টা আলতাফ চৌধুরী, সিলেট সদর থানা এসোসিয়েশনের সভাপতি আব্দুল খান লায়েক,সম্মানিত সাধারন সম্পাদক ডি.এ রনেল, সহ সভাপতি শাহনেওয়াজ কোরেশী,সহ সভাপতি মুকুল হক, যুগ্ম সম্পাদক এম.এ. ওয়াদুদ, সাবেক যুগ্ম সম্পাদক আখতার হোসেন , টুর্নামেন্ট আহবায়ক মওদুদ পাশা ,সাংগঠনিক সম্পাদক টিটো আহমেদ,অর্থ সম্পাদক আব্দুল হাফিজ আবদার,প্রচার সম্পাদক রাজীব খান, দপ্তর সম্পাদক ফয়সাল আহমদ ,রাজনিতিবিদ ইমদাদ চৌধুরী, কম্যুনিটি একটিভিস্ট আইউব আলী , কম্যুনিটি একটিভিস্ট সাইফুল ইসলাম, কম্যুনিটি একটিভিস্ট ওয়াহিদ পারভেজ, কম্যুনিটি একটিভিস্ট এতেশাম চৌধুরী কম্যুনিটি একটিভিস্ট শামীম আহমদ প্রমুখ।অনুষ্টানে বক্তারা এই মহামারিকালিন সময়ে সিলেট সদর থানা এসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রমের ভুয়ষী প্রশংসা করেন এবং ফাইনালের খেলোয়াড়দের অভিনন্দন জানান।বিপুল সংখ্যক দর্শক ফাইনাল খেলা উপভোগ করেন।