­
­
মঙ্গলবার, ২০ মে ২০২৫ খ্রীষ্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
‘শুনানির’ দুই দিন আগেই জামিন পেলেন নুসরাত ফারিয়া  » «   বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা, খরচ কত?  » «   অভিনেত্রী নুসরাত ফারিয়া বিমানবন্দর থেকে কারাগারে: ইন্টেরিমের প্রতি শিল্পীদের ক্ষোভ ও তিরস্কার  » «   বিশ্বরেকর্ড গড়ে এভারেস্ট জয় করলেন বাংলাদেশি শাকিল  » «   বিশ্বের কাছে বার্তা দিতে পাল্টাপাল্টি প্রতিনিধিদল পাঠাচ্ছে ভারত-পাকিস্তান  » «   ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোলে আটকা শতাধিক পণ্যবাহী ট্রাক, বাংলাদেশ জানেই না স্থগিত সিদ্ধান্তের কথা!  » «   স্থলপথে পণ্য নেবে না ভারত : কেনো এত উদ্বিগ্ন অর্থনীতিবিদ ও রপ্তানিকারকরা  » «   চট্টগ্রামের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেওয়া নিয়ে বিতর্ক: কী জানা যাচ্ছে  » «   পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা  » «   সিলেটে ডা. জোবাইদার ‘বেনামি’ পোস্টার ঘিরে আলোচনার ঝড়  » «   মাত্র ১৪ কর্মদিবসে মাগুরার আছিয়া ধর্ষণ-হত্যার বিচার, ধর্ষককে মৃত্যুদণ্ড  » «   হামাস নির্মূলে গাজায় ইসরায়েলি আগ্রাসন তীব্রতর, ফিলিস্তিনিদের লিবিয়ায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের  » «   সৌদির সমাজে বড় পরিবর্তন, কীভাবে সম্ভব হলো?  » «   আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে এখন আমরা কী নির্মাণ করছি?  » «   ডলার খোলাবাজারে : দাম অস্বাভাবিক বাড়লে কী হবে?  » «  

 বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে  ট্রাস্টি সম্মাননা ও শিক্ষা উপকরণ বিতরণ



বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ও বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে’র সহযোগিতায় ট্রাস্টিবৃন্দের  সম্মাননা প্রদান ও শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা  হয়েছে।

৬ নভেম্বর শনিবার সকাল ১১ টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিম কান্তি তালুকদার।

প্রধান অতিথি ছিলেন পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, শিক্ষাবিদ আলী আহমদ । অনু্ষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো: আব্দুস শুকুর।

বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জিয়া উদ্দিন,বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিলু, উপদেষ্টা আনোয়ার হোসেন মুরাদ, উপজেলা ক্রীড়া সংস্হার সহ-সভাপতি আবুল হোসেন খসরু।

এছাড়াও অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন পরিচালনা পর্ষদের সদস্য আতিকুল ইসলাম ও গৌছ উদ্দিন।

অনুষ্ঠানে বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র পক্ষ থেকে বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া বিদ্যালয়ের ট্রাস্টিদের সম্মানা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র শিক্ষাবান্ধব  উদ্যোগের প্রশংসা করে বলেন- সমাজকে আলোকিত করতে শিক্ষার কোন বিকল্প নাই। এবং এই শিক্ষার আলো ছড়াতে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকদের ভূমিকা অপরীসিম। একটি শিক্ষা প্রতিষ্ঠান তখনই উন্নত হয়- যখন প্রতিষ্ঠানের জন্য সকলে সমন্বিতভাবে কাজ করেন।

প্রধান অতিথি  বলেন,বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে নিজ অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নের লক্ষ্যে অনুকরণীয় উদ্যোগটি অন্যদের জন্য হতে পারে অনুকরণীয়।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে  বলেন, বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার  ট্রাস্ট ইউকে তাদের নিজ অঞ্চলের প্রতি দায়বোধের জায়গা থেকে আলোকিত কাজ করেছে । প্রবাস থেকে নিজ অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে  প্রেরণাদায়ী সহযোগিতা এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে।

বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দেলু আয়োজকদের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষকরা নিরবিচ্ছিন্নভাবে আমাদের সমাজকে আলোকিত করে যাচ্ছেন। এবং তাদের প্রতি সম্মান দেখানোর অর্থ হলো- মানবিকতার চর্চার ক্ষেত্রটিকে আরও সুপ্রসন্ন করা। শিক্ষকদের মাধ্যমে প্রেরণা পাওয়া শিক্ষার্থীরা ভবিষ্যতে তাদের দেখানো পথেই হাটবে বলে বিশ্বাস করি।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন