গোলাপগঞ্জে উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল করেছেন বিভিন্ন প্রার্থীরা। নির্বাচন কমিশনের চতুর্থ ধাপের স্থানীয় সরকার নির্বাচনে গোলাপগঞ্জে উৎসব মুখর পরিবেশে মনোনয়ন দাখিল করছেন চেয়ারম্যান ও মেম্বার পদে প্রার্থীরা। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন ইউনিয়নের প্রার্থীগণ তাদের নিজ নিজ এলাকার কর্মী সমর্থকদের নিয়ে বিশাল শোভা যাত্রার মাধ্যমে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন দাখিল করেন।
বেলা ১টায় বিশাল গাড়ীবহর নিয়ে মনোনয়ন দাখিল করেন উপজেলার ৪নং লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদ সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাহতাব উদ্দিন জেবুল। তিনি উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তার মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও একাধিক সদস্য প্রার্থী তাদের কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়নয়ন পত্র দাখিল করেন। উপজেলার ১১ টি ইউনিয়নে মোট ৪ জন রিটার্নিং অফিসার নির্বাচনী দ্বায়ীত্বে থাকবেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়।
তবে প্রথম দিনের মনোনয়ন পত্র দাখিলের তথ্য এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিস থেকে জানা যায়নি।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী চতুর্থধাপে গোলাপগঞ্জের ১১টি ইউনিয়নে আগামী ২৩ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বাছাই ২৯ নভেম্বর। আপিল ৩০ থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর।