তিনি বলেন, “আমরা বিশেষ আবেদনের (স্পেশাল পুটআপ) মাধ্যমে জামিনের আবেদন করেছিলাম। আদালত শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তাকে জামিন দিয়েছেন। এখন জামিননামা দাখিল করা হবে, আশা করছি আজই তিনি কারামুক্ত হবেন।”
বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষিতে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তারের একদিন পরেই সমালোচনার মুখে জামিন পেলেন ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়া। গ্রেপ্তারের পর থেকেই তার বিষয়টি নিয়ে নানা মহলে আলোচনার সৃষ্টি হয়, যাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও প্রতিক্রিয়া জানিয়েছেন।
রবিবার সকালে থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। পরে তাকে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক বিল্লাল ভূঁইয়া সোমবার সকালে তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষ জামিনের আবেদন করে। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন।
শুনানি শেষে আদালত নির্দেশ দেন, ঘটনার সময় নুসরাত ফারিয়া দেশে ছিলেন কিনা, কিংবা আন্দোলনের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন কিনা—এই বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।
তদন্ত প্রতিবেদন পাওয়ার আগ পর্যন্ত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে বিচারক বলেন, ২২ মে জামিনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময়, ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানার সামনে গুলিবিদ্ধ হন এনামুল হক। এরপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করা হয়।