বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ইরানে আগেও সরকার হটিয়েছে যুক্তরাষ্ট্র, তার কী ফল হয়েছিল?  » «   ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন ট্রাম্পের  » «   আয়াতুল্লাহ আলি খামেনি কে, কেন এত গুরুত্বপূর্ণ?  » «   ‘ইরান আত্মসমর্পণ করবে না’ : জাতির উদ্দেশে খামেনির ভাষণ  » «   ঐকমত্য কমিশনের বৈঠকে হট্টগোল, সংলাপে ফিরে জামায়াত বললো-ইউনূস ‘নিরপেক্ষতা’ হারিয়েছেন  » «   ইরান-ইসরায়েল সংঘাত : রাশিয়া কোন পক্ষে?  » «   নির্বাচন হলেই তাদের বিপদ: জামায়াতকে ফখরুলের কটাক্ষ  » «   দশ মাস পরও ভাঙ্গা হচ্ছে ভাস্কর্য, ‘অঞ্জলি লহ মোর’ নিয়ে সমালোচনার ঝড়  » «   আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে রোহিঙ্গা শরণার্থীরা  » «   লন্ডনের স্বাস্থ্যকর স্কুল অ্যাওয়ার্ড অর্জনে শীর্ষে টাওয়ার হ্যামলেটস  » «   “মেয়র’স ডিসঅ্যাবিলিটি রোড শো” অনুষ্ঠিত  » «   আমিরাতে হিজরি নববর্ষ উপলক্ষে ছুটি : পাবেন প্রবাসীরাও  » «   আমিরাতের ভিসা অনিয়মকারীদের মধ্যে ২৫ শতাংশের বেশি বাংলাদেশি  » «   মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবার ফাঁসি  » «   তেহরানে ইসরায়েলি হামলায় গুঁড়িয়ে গেল বাংলাদেশি কূটনীতিকের বাসভবন  » «  

‘শুনানির’ দুই দিন আগেই জামিন পেলেন নুসরাত ফারিয়া



বৃহস্পতিবার শুনানির তারিখ নির্ধারিত থাকলেও ব্যাপক সমালোচনার প্রেক্ষাপটে দুই দিন আগেই জামিন পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। আসামিপক্ষের আবেদনের ভিত্তিতে মঙ্গলবার (২০ মে ২০২৫) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন।

তিনি বলেন, “আমরা বিশেষ আবেদনের (স্পেশাল পুটআপ) মাধ্যমে জামিনের আবেদন করেছিলাম। আদালত শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তাকে জামিন দিয়েছেন। এখন জামিননামা দাখিল করা হবে, আশা করছি আজই তিনি কারামুক্ত হবেন।”

বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষিতে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তারের একদিন পরেই সমালোচনার মুখে জামিন পেলেন ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়া। গ্রেপ্তারের পর থেকেই তার বিষয়টি নিয়ে নানা মহলে আলোচনার সৃষ্টি হয়, যাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও প্রতিক্রিয়া জানিয়েছেন।

রবিবার সকালে থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। পরে তাকে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক বিল্লাল ভূঁইয়া সোমবার সকালে তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষ জামিনের আবেদন করে। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন।

শুনানি শেষে আদালত নির্দেশ দেন, ঘটনার সময় নুসরাত ফারিয়া দেশে ছিলেন কিনা, কিংবা আন্দোলনের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন কিনা—এই বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।

তদন্ত প্রতিবেদন পাওয়ার আগ পর্যন্ত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে বিচারক বলেন, ২২ মে জামিনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময়, ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানার সামনে গুলিবিদ্ধ হন এনামুল হক। এরপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন