ইউরো-বাংলা প্রেসক্লাব গ্রীস এর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘৫০ বছর এর বাংলাদেশ’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা প্রেসক্লাব সভাপতি জাকির হোসেন চৌধুরী মুন্না’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক নিরব আহমদ এর পরিচালনায় সোমবার (২৯ মার্চ) ইউরোপ সময় সন্ধ্যা ৮টায় অনুষ্ঠিত এ আলোচনায় অংশ নেন সংগঠনের উপদেষ্টা কলামিস্ট ও চিকিৎসক ডাক্তার জিন্নুরাইন জায়গীরদার, লেখক-সাংবাদিক তাইজুল ফয়েজ , সহ-সভাপতি তাজ উদ্দিন,যুগ্মসাধারণ সম্পাদক একে আজাদ, সাংগঠনিক সম্পাদক জাবের আহমদ, জাবেদ মাহমুদ, কোষাধক্ষ্য শামসুল হক, দপ্তর সম্পাদক মোহাম্মদ সাঈদ প্রমূখ।
সভায় বক্তারা বলেন ২০২১ সাল থেকে আমাদের অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন ও গণতন্ত্রের নতুন অভিযাত্রা শুরু হোক, এটি সবার আন্তরিক আকুতি।পদ্মা ব্রিজ, রূপপুর পারমাণবিক প্ল্যান্ট, বঙ্গবন্ধু ট্যানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট, উড়ালসেতু প্রভৃতি বড় বড় প্রকল্পগুলো দৃশ্যমান উন্নয়ণ হলেও শিল্পায়ন, ব্যবসা-বাণিজ্য,নারী শিক্ষার উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, প্রবাসীদের অধিকার, সুশাসন, মানবাধিকার ও গণতন্ত্রের সূচকগুলোতে আমাদের অবস্থান সম্মানজনক বলা যায় না।সেই জন্য সরকারের পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষের উদ্যোগে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে উন্নত বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে হবে।
পরে করোনায় আক্রান্ত সংগঠনের উপদেষ্টা মাইদুল মিয়ার সুস্থতা, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।