বৃটেনে বাংলাদেশী-বৃটিশ কবি সাহিত্যিকদের প্রাচীন সংগঠন সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের ২৭সদস্য বিশিষ্ট নতুন পরিচালনা পর্ষদের নাম ঘোষণা করা হয়েছে।
২৪ নভেম্বর সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের বাংলাটাউনের ৩৭/সি প্রিন্সলেট ষ্ট্রীটে সংগঠনের অস্থায়ী অফিসে দ্বি-বার্ষিক সম্মেলনে ২০২৫-২০২৬ সালের নতুন কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার লেখক, গবেষক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান।
সংগঠনের সভাপতি কবি ও লেখক ময়নূর রহমান বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি এ.কে. এম. আব্দুল্লাহ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়।
কবি মোহাম্মদ ইকবালকে সভাপতি, কবি উদয় শংকর দুর্জয়কে সাধারণ সম্পাদক ও কবি হেনা বেগমকে কোষাধ্যক্ষ করে নতুন কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার দেওয়ান গৌস সুলতান।
পরিচালনা পর্ষদের তিনজন সহ সভাপতি হলেন- এ.কে. আজাদ ছোটন, কবি ইকবাল হোসেন বুলবুল, সাংবাদিক রহমত আলী, সহ সাধারণ সম্পাদকরা হলেন কবি এম. মোশাইদ খান, এবং আবৃত্তিশিল্পী স্মৃতি আজাদ, সহকারী কোষাধ্যক্ষ নূরুন নবী আলী, সাংগঠনিক সম্পাদক কবি শামীম আহমদ, সহকারী সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুহিদ, মিডিয়া সেক্রেটারী কবি জুয়েল রাজ, সাহিত্য সম্পাদক কবি সৈয়দ হেলাল সাইফ, সাংস্কৃতিক সম্পাদক কবি শাহ সোহেল ।
১৩ সদস্য বিশিষ্ট নির্বাহি সদস্যরা হলেন কবি ময়নূর রহমান বাবুল, কবি এ,কে.এম. আব্দুল্লাহ, গবেষক ফারুক আহমদ, কবি আতাউর রহমান মিলাদ, কবি আবু মকসুদ, নূরুল ইসলাম,কবি কাজল রশীদ, কবি আসমা মতিন, কবি আনোয়ারুল ইসলাম অভি, কবি ড. আজিজুল আম্বিয়া, আবৃত্তিশিল্পী ফয়েজুল ইসলাম ফয়েজনূর, কবি শামসুল হক শাহ আলম ও কবি নূরজাহান রহমান।
নব গঠিত কমিটি আগামী ৩১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবে। ( বিজ্ঞপ্তি )