ইস্ট লন্ডন মস্ক ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের যৌথ উদ্যোগে ১১ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় শুরু হওয়া এই সম্মেলন শেষ হয় বিকেল সাড়ে ৪টায় । পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় করণীয় নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্টজন ।
দুপুরে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান প্রধান অতিথির বক্তব্যে একটি সুন্দর ও পরিচ্ছন্ন বারা গড়তে পরিবেশ সুরক্ষায় সকলের সচেতনতা কামনা করেন ।
তিনি বলেন, টাওয়ার হ্যামলেটসের পরিবেশ উন্নয়নে মোটা অংকের বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে । ইতোমধ্যে ১৪০০ বৃক্ষ লাগানো হয়েছে এবং বৃক্ষরোপন কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তের সম্ভাব্য ক্ষতি থেকে পরবর্তী প্রজন্মকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আমাদেরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, কমিউনিটির মানুষ সচেতন হলে কার্বন নির্গমন শুন্যের কোটায় নিয়ে আসা সম্ভব।
মারিয়াম সেন্টারের ম্যানেজার সুফিয়া আলমের সঞ্চালানায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইস্ট লন্ডন মস্ক এন্ড লন্ডন মুসলিম সেন্টারের সিইও জুনায়েদ আহমদ, ইমাম ওখতীব শায়খ আব্দুল কাইয়ুম, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের হাউজিং ডিপার্টমেন্টের কর্পোরেট ডাইরেক্টর ডেভিড জয়েস, জমজম ইন্টারন্যাশনালের কমিউনিকেশন কনসালটেন্ট মার্টিন কোটিংহ্যাম, আফসানা সালিক, আব্দুল খান ও রিচার্ড উইলিয়ামস। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইস্ট লন্ডন মসজিদের সিনিয়র ইমাম সৈয়দ আনিসুল হক।