বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
রোবটিক্স বিজ্ঞানী ড. হাসান শহীদের নেতৃত্বে কুইন মেরি ইউনভার্সিটি অব লন্ডনে বিশ্বের ক্ষুদ্রতম মাল্টিরোটর সোলার ড্রোন উদ্ভাবন  » «   লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অফস্টেড রিপোর্টে ‘গুড’ গ্রেড অর্জন  » «   টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস : ১৮৫ জন শিক্ষার্থীকে সম্মাননা  » «   ব্যারিস্টার নাজির আহমদের “ইন্সপায়ার এ মিলিয়ন”নামে চ্যারিটি প্রতিষ্ঠার ঘোষণা  » «   সম্মিলিত সাহিত্য ও  সাংস্কৃতিক পরিষদের ২০২৫-২৬ পরিচালনা পর্ষদ গঠন  » «   গ্রেটার ফতেহপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত  » «   আওয়ামী লীগ ও জামায়াতের মিল আর গুজব রাজনীতি  » «   পাচারকৃত টাকা বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করেছেন ডা. শফিকুর রহমান  » «   প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের দ্বি-বার্ষিক সম্মেলন  » «   শেখ হাসিনা ও সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা  » «   ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম প্রকাশনা ও এওয়ার্ড অনুষ্ঠান ১২ নভেম্বর  » «   বিসিএর ১৭তম এওয়ার্ড : উদযাপিত হলো বাংলাদেশী কারি শিল্পের সাফল্য  » «   কবি ফয়জুল ইসলাম ফয়েজনূরের প্রথম কাব্যগ্রন্থ ‘ভালোবাসার আগ্রাসন’র মোড়ক উন্মোচন  » «   লন্ডনে চট্টগ্রামবাসীর ঐতিহ্যবাহী মেজবানী ও মিলন মেলা  » «   কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

মধ্যপ্রাচ্যের আলোকিত নারী মহাকাশ বিজ্ঞানী সারাহ আল-আমিরি



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

 

মহাকাশ অভিযাত্রায় যুক্ত হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ সংযুক্ত আরব আমিরাত। আলোজাগানিয়া সংবাদটি যেমন প্রতিযোগি দেশগুলোকে অবাক করেছে। তেমনি আরব বিশ্বের অগনণ মানুষ খুশীও এই সংবাদে।
মঙ্গল অভিযানে সংযুক্ত আরব আমিরাতের নামের সাথে যুক্ত আছে একজন নারীর নাম। যিনি এখন গোটা বিশ্বে আলোকিত নারী হিসাবে দ্রুততম সময়ে পরিচিতি পেয়েছেন।গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নাম ভাসছে মধ্যপ্রাচ্যের নারীদের অনুপ্রেরণার উদাহরণ হিসাবে।
নাম সারাহ আল-আমিরি। আরব আমিরাতের মঙ্গলগ্রহে অভিযান  হোপ মিশন এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা।

কে এই সারাহ আল -আমিরি?

গণমাধ্যমের কল্যাণে ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের একজন মুসলিম তরুন মহাকাশ বিজ্ঞানী হিসাবে তার নাম উচ্চারিত হচ্ছে। ১৯৮৭ সালে সংযুক্ত আরব আমিরাতে জন্ম নেয়া ৩২ বছর বয়সী সারাহ আল আমিরি সম্প্রতি বিবিসির আরবী বিভাগ কে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন তার সেই স্বপ্নের কথা।
সাক্ষাৎকারে তিনি তার স্বপ্নের কথা জানাতে বলেছেন – “আমার স্বপ্ন ছিল মহাকাশ থেকে আমি পৃথিবীকে দেখবো। কিন্তু আপনাকে সব সময় শুনতে হতো এটা অসম্ভব। বিশেষ করে আপনি যদি এমন একটা দেশে থাকেন, যে দেশটা একেবারেই নতুন।”
“আমি যখন বলতাম আমি মহাকাশ নিয়ে কাজ করতে চাই, তখন লোকে ভাবতো আমি বুঝি কোন কল্পজগতে বাস করি।
সারাহ আল-আমিরি পড়াশোনা করেছেন কম্পিউটার সায়েন্সে। আমেরিকান ইউনিভার্সিটি অব শারজাহতে। তার বরাবরই আগ্রহ ছিল এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়ার। কিন্তু তখন সংযুক্ত আরব আমিরাতের কোন মহাকাশ কর্মসূচীই ছিল না।

পড়াশোনা শেষে তিনি যোগ দেন এমিরেটস ইনস্টিটিউশন ফর এডভান্সড সায়েন্স এন্ড টেকনোলজিতে। সেখানে তিনি কাজ করেছেন দুবাইস্যাট-১ এবং দুবাইস্যাট-২ প্রকল্পে। এরপর ইউএই’র পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ে যোগ দেন । ২০১৬ সালে তাকে এমিরেটস সায়েন্স কাউন্সিলের প্রধান করা হয়।

সংযুক্ত আরব আমিরাতের মঙ্গল অভিযানের শুরু থেকে এর সঙ্গে জড়িত তিনি।এখন এই মিশনের বৈজ্ঞানিক দলের প্রধান।  ২০১৭ সালে সারাহ আল-আমিরি কে একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের এডভান্সড সায়েন্স বিষয়ক প্রতিমন্ত্রী করা হয়।

মহাকাশযানটির সফল উৎক্ষেপণের পর তার স্বস্তি প্রকাশ করেছেন সারাহ আল আমিরি। তিনি বলেন, তার দেশের ওপর এর প্রভাব অনেকটাই ৫১ বছর আগে আমেরিকার চাঁদে পা রাখার মতো। সেটিও ২০ জুলাই তারিখেই হয়েছিল।
গর্বিত  কন্ঠে আরও বলেছেন, ‘ আমি আজ আনন্দিত যে আরব আমিরাতের শিশুরা ২০ জুলাই তারিখে ঘুম থেকে উঠে তাদের নিজস্ব অভিযানটি দেখতে পাবে, যা নতুন একটি বাস্তবতা। যা তাদের নতুন কিছু করতে উদ্বুদ্ধ করবে।’

এই নবীন বিজ্ঞানী এরই মধ্যে আরব বিশ্বের নারীদের জন্য এক বড় অনুপ্রেরণা হয়ে উঠেছেন। সবকিছু ঠিকঠাক গেলে ৪৯৩ মিলিয়ন কিলোমিটার দূরত্বে অবস্থিত মঙ্গলগ্রহে পৌঁছাতে সারাহ আল-আমিরি ‘র নেতৃত্বের মহাকাশযানটির সময় লাগবে আনুমানিক সাত মাস।

মঙ্গলগ্রহের এক বছর হয় ৬৮৭ দিনে। এই পুরো সময় ধরে মহাকাশযানটি মঙ্গলগ্রহের কক্ষপথ প্রদক্ষিণ করবে। মঙ্গলগ্রহেরে কক্ষপথ একবার ঘুরতে সময় লাগবে ৫৫ ঘণ্টা।

জাপানের সবচেয়ে বড় রকেটবন্দর তানেগাশিমা থেকে উড্ডয়ন করে আমিরাতের স্যাটেলাইট ‘হোপ মিশন’।মহাকাশযানটি ২০২১ সালের ফেব্রুয়ারিতে পৌঁছাবে যা কাকতালীয়ভাবে আরব আমিরাতের প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী।

বিশ্লেষকরা মনে করছেন- মধ্যপ্রাচ্যে নানা ক্ষেত্রে সাফল্য দেখিয়ে চলা সংযুক্ত আরব আমিরাত তাদের দেশের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এমন বড় চ্যালেঞ্জ নেয়ার ক্ষমতা তাদের আছে সেটাই বিশ্ব বাসীর কাছে তুলে ধরছে।

গোটা বিশ্বকে চমিকে দেয়া আরব আমিরাতের এই সাফল্যে ‘হোপ মিশন‘ এর প্রধান হয়ে ইতিহাসে অমর হয়ে থাকবেন তরুণ বিজ্ঞানী সারাহ আল-আমিরি ।হোপ মিশনের সাফল্যে বিশেষ করে আরব বিশ্বের মুসলিম নারীদের জন্য ‘অনুপ্রেরণার প্রতীক‘ হয়ে থাকবেন সারাহ আল-আমিরি।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন