প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে জেদ্দা তথা পশ্চিমাঞ্চলে দুস্থ অসহায় প্রবাসী বাংলাদেশীদের মাঝে আজ সোমবার থেকে জেদ্দাস্থ কনস্যুলেট জেনারেলের বিশেষ সহায়তা র্কাযক্রম শুরু করেছে। করোনাভাইরাসের প্রার্দুভাবের প্রেক্ষিতে সৌদি আরবে র্অথনতৈকি র্কমকান্ড স্থবির হওয়ার কারণে জেদ্দা ও পশ্চিমাঞ্চলে যে সকল প্রবাসী বাংলাদশেী চরম খাদ্য সংকটে পড়েছেন এবং প্রকৃতপক্ষে অনেক কষ্টের মধ্যে আছেন, বিশেষ করে র্কমহীন হয়ে পড়ায় প্রচন্ড আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছেন তাদের মাঝে জেদ্দাস্থ বাংলাদেশের কনস্যুলেটের কনসাল জেনারেল ফয়সল আহমেদ এবং কনস্যুলেটের কর্মকর্তাদের সাথে নিয়ে এই কার্যক্রম চালু করেন।
বিপদ্গ্রস্থ যে সমস্ত প্রবাসী বাংলাদেশীরা এখনো আবেদন করেননি তাদরে অবিলম্বে আবেদন করার আহবান জানান কনসাল জেনারেল ফয়সল আহমেদ। সেইসাথে প্রবাসীদেরকে নিরাপদে ঘরে থাকার জন্য এবং বিনা কারণে বাহির না হতে ও এই দেশের আইন-কানুন মেনে চলার জন্য আহ্বান জানানো হয়।
অন্যদিকে করোনাভাইরাসের সবশেষ তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৭২জন। মোট আক্রান্তের সংখ্যা ৪৯৩৪। মারা গেছে ৬জন, এই নিয়ে দেশটিতে মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছেন ৬৫জনে। দূতাবাস ও কনস্যুলেটের পক্ষ থেকে জানানো হয় এর মধ্যে ১০জন বাংলাদেশী নাগরিক রয়েছেন।