কুয়েতে অবৈধ অভিবাসী বাংলাদেশিদের সাধারণ ক্ষমা ১২ এপ্রিল হতে আরম্ভ হতে যাচ্ছে। এই সেবা কার্যক্রম ১৫ এপ্রিল পর্যন্ত চলবে বাংলাদেশিদের জন্য।
প্রতিদিন সকাল ৮টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত সপ্তাহে ৭ দিন খোলা থাকবে সেবা কেন্দ্র। ফরওয়ানিয়া এলাকার দুটি স্কুলে এ কার্যক্রম ও সেবা প্রদান করা হচ্ছে। পুরুষদের জন্য আল মুথানা প্রাথমিক বিদ্যালয় (বালক) ব্লক-১ রোড নম্বর-১২২। মহিলাদের জন্য ফরওয়ানিয়া প্রাথমিক বিদ্যালয় (মেয়ে) ব্লক -১, রোড নম্বর- ৭৬।
এছাড়াও জিলিব আল সুয়েখ ব্লক-৪ এ মহিলাদের জন্য রুফাইদা আল আসলামিয়া মহিলা প্রাথমিক বিদ্যালয়, ব্লক-৪, রোড নং-২০০ এবং পুরুষদের জন্য নাইম বিন মাসউদ প্রাথমিক বিদ্যালয় ব্লক- নং ৪, রোড নং -২৫০। মোট ৪ টি কেন্দ্রে সেবা কার্যক্রম প্রদান করা হচ্ছে।
অবৈধ অভিবাসীদের বিমান টিকিট সহ দেশে যাওয়ার আগ পর্যন্ত থাকা খাওয়া কুয়েত সরকার বহন করবে।তথা যাবতীয় খরচ কুয়েত সরকার বহন করবে। তাই যাওয়ার সময় প্রয়োজনীয় কাগজপত্র ও প্রয়োজনীয় মালামাল সঙ্গে নিয়ে যেতে বলা হয়েছে।