বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
শিশুর বাম চোখের পরিবর্তে ডান চোখে অস্ত্রোপচার, চিকিৎসক গ্রেফতার  » «   ‘মৃত্যুদণ্ড প্রাপ্ত’ বাবর ১৭ বছর পর কারামুক্ত  » «   সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা  » «   ছাগলকাণ্ডে আলোচিত মতিউর স্ত্রীসহ গ্রেফতার  » «   জিয়া অরফানেজ ট্রাস্ট: আপিলে খালেদা-তারেকসহ সবাই খালাস  » «   বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের অবমানননা ও লাঞ্ছনার তীব্র প্রতিবাদ  » «   অফস্টেডে ‘আউটস্ট্যান্ডিং’ টাওয়ার হ্যামলেটস : সরকারের রিপোর্ট বলছে, “শিশুরা পায় চমৎকার সহায়তা”   » «   সাত বছরের শিশুর ধর্ষণের বিচারের দাবিতে রাজপথে আন্দোলনে এক মা  » «   বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান  » «   জয় বাংলা স্লোগান দেয়ায় ছাত্রলীগ নেত্রীকে ৯ তলায় নেয়া হলো সিঁড়ি দিয়ে  » «   ‘সম্পর্ক’ স্বাভাবিক হবে ঢাকায় নির্বাচিত সরকার এলে, জানালেন ভারতের সেনাপ্রধান  » «   ঘরটি কেন পুড়েনি?  » «   অমর একুশে বইমেলা নিয়ে কী হচ্ছে?  » «   ‘ভালো বন্ধু’ টিউলিপকে বরখাস্ত করার মত কঠোর হতে পারবেন স্টারমার?  » «   ১১ দিনে প্রবাসী আয় এলো ৭৩ কোটি ৬৬ লাখ ডলার  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

বিয়ানীবাজারে প্রবাসী সাংবাদিক-লেখক-সংগঠক শরিফুল হক মনজু’র সাথে অন্তরঙ্গ আড্ডা



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

 

যুক্তরাষ্ট্রবাসী সাংবাদিক ,লেখক  ও সংগঠক শরিফুল হক মনজু’র সাথে তার জন্মভূমি- সিলেট বিয়ানীবাজারে শিক্ষক, সাংবাদিক, শিল্প-সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গের এক অন্তরঙ্গ আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

৮ নভেম্বর, শুক্রবার সন্ধ্যায় পৌরশহরের পঞ্চখন্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরীতে এ আড্ডার আয়োজন করে বিয়ানীবাজারের কর্মরত সাংবাদিকরা। অন্তরঙ্গ আড্ডায়- বক্তব্য, স্মৃতিচারণ, কবিতা আবৃতি, গান ও কৌতুক পরিবেশনে  সন্ধ্যাটি ছিল মুগ্ধতায় ভরা।

বিয়ানীবাজার প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান এর সভাপতিত্বে এবং বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও বিয়ানীবাজার নিউজ২৪ সম্পাদক আহমেদ ফয়সাল এর  প্রাণজ  সঞ্চালনায় বিয়ানীবাজার উপজেলার লেখক, সাংবাদিক,কবি সাহিত্যিক শিক্ষক ও সংগঠকবৃন্দ অংশগ্রহন করেন।

যুক্তরাষ্ট্রবাসী সাংবাদিক ও মুক্তমনা লেখক শরিফুল হক মন্জু অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তাঁর সাংবাদিকতার সূচনাকালে বিভিন্ন সংবাদমাধ্যম ও মিডিয়া ব্যক্তিত্বের সাথে কাজ করার স্মৃতিচারণ করেন। বিশেষ করে তৎকালীন সময়ে বিয়ানীবাজারে কর্মরত সাংবাদিকদের সাথে কর্মজীবনে পথচলায় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনারও স্মৃতিচারণ করেন।

বিয়ানীবাজারের গণমাধ্যমের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, এখানকার গণমাধ্যমের কার্যক্রম এখনও কোনো ধরনের টানাপোড়েন বা প্রতিবন্ধকতার মুখে পড়েনি। সকলের ঐক্যবদ্ধ ও ভ্রাতৃত্বপূর্ণ সহাবস্থানের কারণে আমাদের এই পঞ্চখণ্ডের গণমাধ্যম আগামীতে আরো এগিয়ে যাবে।

অন্তরঙ্গ আড্ডার আয়োজক এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে  বলেন, একটি অন্তরঙ্গ আড্ডায় এখানকার পুরনো বন্ধুদের সাথে মিলিত হতে পেরে আমি খুব আনন্দিত এবং এই সন্ধ্যা আমার জীবনের স্মরণীয় একটি হয়ে থাকবে।

অন্তরঙ্গ আড্ডায় বক্তব্য রাখেন বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. তারিকুল ইসলাম, শেখ ওয়াহিদুর রহমান একাডেমির অধ্যক্ষ জহিরুল হক চৌধুরী, সিপিবি বিয়ানীবাজার উপজেলার সাধারণ সম্পাদক ও ৫২বাংলাটিভি প্রতিনিধি আনিসুর রহমান, কবি ও শিক্ষক লুৎফুর রহমান ফাহিম ও আবু তাহের, প্রেসক্লাব সহ সভাপতি সজিব ভট্যাচার্য, সাধারণ সম্পাদক মিলাদ মো: জয়নুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ছাদেক আহমদ আজাদ ও সাধারণ সম্পাদক শাহীন আলম হৃদয়, জার্নালিস্ট এসোসিয়েশনের সহ সভাপতি মুকিত মোহাম্মদ, সম্ভাবনা সম্পাদক ও জাতীয় ধারাভাষ্যকার মাছুম আহমদ, শিক্ষক ও ধারাভাষ্যকার ইকবাল হোসেন।

সকলের বক্তব্যে- সাংবাদিক ও লেখক শরিফুল হক মনজু‘র সৃজনশীল চর্চার আলোকিত দিকগুলো তুলে ধরা হয়।। প্রবাস থেকেও নিজ অঞ্চল এবং প্রবাসীদের সম্ভাবনা ও সমস্যার নানা দিক নিয়ে লেখনীর মাধ্যমে উচ্চকণ্ঠ থাকার  প্রত্যাশা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন  ক্রীড়া সংগঠক আসাদুজ্জামান মিশু, সাংবাদিক আবুল হাসান ও ইমাম হাসনাত সাজু, যুগান্তর প্রতিনিধি সুয়াইবুর রহমান স্বপন, কালের কন্ঠ প্রতিনিধি শিপার আহমদ পলাশ, জালালাবাদ প্রতিনিধি তোফায়েল আহমদ, বিয়ানীবাজার নিউজ২৪ ও এবি টিভির বিশেষ প্রতিনিধি আবু তাহের রাজু, দিবালোক’র স্টাফ রিপোর্টার রুহেল আহমদ, বিয়ানীবাজার নিউজ২৪ ও এবি টিভির সিনিয়র প্রতিবেদক শহিদুল ইসলাম সাজু ও তাজবীর আহমদ ছাইম, বিয়ানীবাজার নিউজ২৪ ও এবি টিভির প্রতিবেদক আজিম উদ্দিন আরিফ, ছাত্রলীগ নেতা আশরাফুল হক রুনু প্রমুখ।

পরে প্রবাসী সাংবাদিক ও মুক্তমনা লেখক শরিফুল হক মনজুকে বিয়ানীবাজারে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন