গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫৪জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ২০৩৯জন। আজকে মারা গেছে ৪জন, এই নিয়ে সর্বোমোট মারা গেছেন ২৫জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২৩জন, সর্বমোট সুস্থ হয়েছেন ৩৫১জন।
নতুন আক্রান্তদের মধ্যে রিয়াদে ১৩জন, মক্কায় ২১জন, মদিনায় ৩৪জন, জেদ্দায় ৩০জন, তাবুক ১৭জন, দাম্মাম ১জন, কাতিফ ৬জন, খোবার ৩জন, বুরাইদা ৯জন, আল খাবজি ২জন, দাহারান ২জন, খামিজ মোশায়ে্ত ১জন, নাজরান ৩জন, রাস্তানুরা ১জন, হুফুফ ৪জন, মুয়াইল ২জন, আরাস ৩জন, দুবা ১জন, আল ওয়াজ ১জন বলে জানা গেছে, খবরটি নিশ্চিত করেছেন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে করোনার বিস্তার ঠেকাতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সৌদি আরবের মক্কা এবং মদীনাতে ২৪ঘন্টা কারফিউ এবং নতুন করে তায়েফ,দাম্মাম,এবং আল কাতিফ শহরে সন্ধ্যা ৭টার পরিবর্তে বেলা ৩টা হতে ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।