সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫৭জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ১৭২০জন। আজকে মারা গেছে ৬জন, এই নিয়ে সর্বোমোট মারা গেছেন ১৬জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৯৯জন, সর্বমোট সুস্থ হয়েছেন ২৬৪ জন।
নতুন আক্রান্তদের মধ্যে রিয়াদে ৭জন, মক্কায় ৫৫জন, মদিনায় ৭৮জন, কাতিফ ৬জন, জেদ্দায় ৩জন, তায়েফ ২জন। হুফুফ ৩জন, আল হেনাকিয়া ১জন, তাবুক ২জন বলে জানা গেছে,খবরটি নিশ্চিত করেছেন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে জানা গেছে, সৌদিতে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া দশ জনের মধ্যে ৩জনই বাংলাদেশি। তাদের পরিচয় নিশ্চিত করেছে বাংলাদেশ কনস্যুলেট জেদ্দা। তারা হলেন, সাভারের কোরবান, নড়াইলের ডাক্তার আশফাক এবং চট্রগ্রামের হাসান। তারা সবাই মদীনায় মারা গেছেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন