বাংলাদেশে লকডাউনের কারণে সবচেয়ে বেশি বিপদে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। মানবিক সংগঠন- পারি ফাউন্ডেশন এরকম ১ হাজার পরিবারের মাঝে তুলে দিতে চায় নিত্য প্রয়োজনীয় কিছু পণ্যসামগ্রী (১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, পেয়াজ, রসুন, তৈল, লবনসহ আরো কিছু জিনিসপত্র)। সব মিলিয়ে প্রতি পরিবারের জন্য লাগবে কমবেশি ১ হাজার টাকা। আগামী ৩১ মার্চ ১০০ পরিবারের মাঝে বিতরণের মধ্য দিয়ে পারি ফাউন্ডেশন তাদের কার্যক্রমের প্রথম পর্ব শুরু করছে। যে কেউ সাহায্য করতে চাইলে: বিকাশ:
০১৭৯৮৮০১০৮৫; ০১৯০৫৬৪২১৬৪ । ডাচ বাংলা রকেট: ০১৭৯৮৮০১০৮৫০; ০১৯০৫৬৪২১৬৪৭। PayPal: parifoundation1971@gmail.com মাধ্যমে পাঠাতে পারবেন।