সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংযুক্ত আরব আমিরাতে নতুন করে আরও ৬৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আমিরাতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৬৮ জনে। শনিবার (২৮ মার্চ) আমিরাত সরকারের টুইটার হ্যান্ডেলের মাধ্যমে এই তথ্য জানা যায়। আজকে আক্রান্তদের মধ্যে কোন বাংলাদেশির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
সরকারের তথ্যমতে, আমিরাতে মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৬৮ জন আর মৃত্যু হয়েছে ২ জনের। এদিকে ২৬ মার্চ থেকে শুরু হওয়া রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত দেওয়া বিশেষ ঘোষণায় জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বেরুতে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিলো তা ২৯ মার্চ শেষ হবার কথা থাকলেও সাার্বিক পরিস্থিতি বিবেচনায় জাতীয় জীবানুমুক্তকরণ অভিযানটি ৫ এপ্রিল পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন