প্রবাসে আঞ্চলিক সংগঠনগুলো দেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে অবদান রেখে যাচ্ছে। দেশকে আরো এগিয়ে নিতে এসব সংগঠন আরো কার্যকর করতে হবে। সংযুক্ত আরব আমিরাতের শারজাহে আমিরাতে লক্ষ্মীপুর ফোরামের সংবর্ধনা অনুষ্ঠানে এসব বলেছেন বক্তারা।
শুক্রবার শারজাহে বাংলাদেশ সমিতির হল রুমে আমিরাতে বসবাসরত লক্ষ্মীপুর জেলা প্রবাসিদের সংগঠন লক্ষ্মীপুর ফোরামের উদ্যোগে লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু ও কমলনগর উপজেলার চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমদে বাপ্পীর আমিরাত আগমণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করনে ফোরামের সভাপতি কামাল হোসেন সুমন। সাধারণ সম্পাদক জাহিদ হাসান চৌধুরী ও সফিকুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইসমাঈল গনি চৌধুরী।
সংবর্ধিত অতিথি লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু এবং কমলনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী তাদের বক্তব্যে বলেন,- অনেকে হয়রানিতে ফেলে প্রবাসিদের কষ্টার্জিত টাকা নষ্ট করে, তাই এ ব্যাপারে প্রবাসিদের সজাগ থাকতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশর যে দূরন্ত এগিয়ে চলা সেটি অব্যাহত রাখতে সবাইকে বৈধ পথে টাকা পাঠাতেও তারা অনুরোধ জানান।
এ সময় আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রসায়নবিদ ড. জাফর ইকবাল, সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন পলাশ, আবদুল্লাহ আল রিয়াজ, মনসুর সবুর, বাবু, সোহাগ, জাবেদ, আব্দুল্লাহ, জাফর সহ আরো অনেকে।