প্রবাসিদের প্রণোদনা ৫ ভাগ করা, প্রবাসিদের বাচ্চাদের বিদেশে শিক্ষাবৃত্তি চালু করা এবং বিদেশের মাটিতে বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠানের সঠিক তদারকির দাবি করেছেন ওমানের সচেতন প্রবাসিরা। টিম ৫২ আমিরাতের সাথে এক মতবিনিময়কালে এসব কথা বলেন বক্তারা।
৩ ডিসেম্বর ওমানের রাজধানী মাসকাটের একটি রেস্তোরায় আয়োজিত সভায় সঞ্চালনা করেন ওমান প্রবাসি ওবায়দুর রহমান। এ সময় ৫২বাংলা টিভির বার্তা সম্পাদক লুৎফুর রহমান, আমিরাত কমিউনিটি নেতা সালাহ উন্দিন মধু, ৫২ বাংলা টিভির স্পাটফ করেসপন্ডেন্ট তিশা সেন, মধ্যপ্রাচ্য আলোকচিত্রি জাবেদ আহমদ, আমিরাত প্রতিনিধি আমিনুল হক, সাইফুর রহমান, অনুপ সেন আমিরাতের পক্ষ থেকে প্রবাসিদের সুখ দুখ ভাগ করেন।
ওমান প্রবাসিদের পক্ষে বক্তব্য রাখেন জুবাইরী টেলিকমের সিনিয়র একাউন্টেন্ট মোহাম্মদ ইকবাল, ইসলামী ব্যাংকের প্রতিনিধি সারোয়ার আজম, ইন্জিনিয়ার শরিফুল্লাহ রাজু, ওমান বাংলাদেশ মানি এক্সচেন্জের শাখা ব্যবস্থাপাক ফেরদাউস মাহমুদ ইন্জিনিয়ার মুহাম্মদ আলাউদ্দিন, জিয়াউল তামিম, রুবেল আহম্মেদ সহ আরো অনেকে।
এ সময় বক্তারা আরো বলেন, একদেশের প্রবাসিদের সাথে অন্যদেশের প্রবাসিদের সম্পর্ক উন্নয়ন বহির্বিশ্বে দেশের মান উন্নত করতে ভূমিকা রাখে।