রেডব্রিজ বারার ইলফোর্ড টাউন সেন্টারে শনিবার অনুষ্ঠিত হয়ে গেল ব্যতিক্ৰমী এক হোমলেস কেয়ার।
গৃহহীন মানুষদের প্রতি মানবিক আচরণের আহবান জানিয়ে বৃটিশ সমাজে জাতিগত ও সাংষ্কৃতিক বহুমাত্রিকতা উদযাপনের লক্ষ্যে মূলত এই কেয়ারের আয়োজন করা হয়।
ক্রিসমাসকে সামনে রেখে ইলফোর্ড টাউন সেন্টারসহ রেডব্রীজ কাউন্সিলের বিভিন্ন এলাকায় অবস্থান নেয়া ছিন্নমূল-ঘরহীন বেশ কিছু মানুষ এই আয়োজনে অংশ নেন।
ভিন্নধর্মী এই হোমলেস কেয়ারের আয়োজক- কাউন্সিলর সায়মা আহমেদ জানান, সামাজিক অন্তৰ্ভূক্তির লক্ষ্যে এইসব আশ্রয়হীন এবং অভিবাসন সংক্রান্ত অনিশ্চয়তায় বিপন্ন মানুষদেরকে জড়ো করাই ছিল হোমলেস কেয়ারের মূল লক্ষ্য।
রেডব্রিজ কাউন্সিল ছাড়াও এই আয়োজনে সহযোগিতা করেছে -লিবার্টি ক্রিস্টিয়ান কানেকশনস, ইলফোর্ড বিড, দ্য ওয়েলকাম সেন্টার, লাভ রেডব্রিজ, কস্তা কফি ও ফারোজ ইলফোর্ড।
কণ্ঠ: সুমু মির্জা