-
লুৎফুর রহমান
সংযুক্ত আরব আমিরাতের শারজাহে বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে সহায়ক হবার প্রত্যয়ে আনুষ্ঠানিক যাত্রা করেছে বাংলাদেশি মালিকানাধিন মজলিস আল মদিনা (ম্যাম) রেস্টুরেন্ট।
শনিবার ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান।
পরে এক মামুন রেজার পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকৌশলী নওশের আলী, নারী উদ্যোক্তা গুলশান আরা, সিআইপি জেসমিন আক্তার সহ আরো অনেকে। এ সময় কমিউনিটির নানা পেশাজীবী নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে আগতদের শুভেচ্ছা জানিয়ে এ রেস্টুরেন্টটি বাংলাদেশ কমিউনিটির উন্নয়নে নানামাত্রিক অনুষ্ঠানে সহায়ক উল্লেখ করে সবার সহযোগিতা চেয়েছেন রেস্টুরেন্টের স্বত্তাধিকারী সাইদা দিবা ও নাজনীন ইসলাম মুনমুন।
ম্যাম রেস্টুরেন্টেুর স্টাফদের পোষাক উপহার দিয়েছেন নারী উদ্যোক্তা শেফালি আক্তার আঁখি।