বিশ্বব্যাপী মহামারী নভেল করোনা ভাইরাস মধ্যেপ্রাচ্যের দেশ কুয়েতে নতুন করে গত ২৪ ঘন্টায় ৬২ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তার মধ্যে ৪ জন বাংলাদেশি নাগরিক রয়েছে বাকী ৫৮ জন হল ভারতীয়,মিশরী ও একজন ইরানী নাগরিক ।
গতকাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম এক ভারতীয় নাগরিক মৃত্যুর খবর নিশ্চিত করে দেশটির স্থানীয় গণমাধ্যম গুলো।
শনিবার ৪ এপ্রিল গত ২৪ ঘন্টায় কুয়েতে নতুন করে ৬২ জন করোনা আক্রান্তের খবর স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইসম এক সংস্করণে তথ্যটি নিশ্চিত করে।
সর্বশেষ খবর অনুযায়ী মোট আক্রান্ত ৪৭৯ জন, আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ৯৩ জন , আইসিউতে চিকিৎসাধীর রয়েছে ১৭ জন। কুয়েতে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ০১ জন।
প্রতিদিনই বাড়ছে বাংলাদেশিদের করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। দেশটিতে বর্তমানে সর্বমোট ২৫ জন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।