মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবসের আলোচনা সভা আয়োজন করে গ্রীস আওয়ামী লীগ। ১৫ আগষ্ট ২ঘটিকার সময় গ্রীস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতুব্বরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের সভাপতি হাজী মোঃ আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুল খালেক মাতুব্বর, সিনিয়র সহ-সভাপতি হাজী আহসান উল্লাহ হাসান, গ্রীস আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক বাচ্চু বেপারী,সাবেক যুগ্ন আহবায়ক আবিদ হানজালা সহ-সভাপতি আতিকুর রহমান, এম এ সামাদ, উরস আলী, সাংগঠনিক সম্পাদক লোকমান উদ্দিন।
এছাড়াও আওয়ামী লীগ নেতা জুলহাস মুন্সি, আলমগীর হোসাইন, রাজু খান, রানা মল্লিক, এস এম রফিকুল ইসলাম নান্টু, মোখলেসুর রহিম, জিল্লুর রহমান, রুহেল মিয়া, গ্রীস যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান, যুগ্ন-আহবায়ক রাসেল মিয়া, ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃমুমিন খান, মহানগর যুবলীগের আহ্বায়ক শাকের আহমেদ,যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান সহ গ্রীস আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করে খাবার পরিবেশন করা হয়।লক্ষণীয় বিষয় ছিল অন্যান্য দেশের লোকজন বাংলাদেশের ভোজনপর্বে অংশগ্রহণ করেন।