ইতালিতে বৈষ্ণব মেলা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। রাজধানী রোমের স্থানীয় একটি পার্কের প্রাকৃতিক পরিবেশে দ্বিতীয় বার এই বৈষ্ণব মেলা অনুষ্ঠিত হয়।
গোবর্ধন বেইস ” ইসকন” রোম ইতালি কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে ভাগবতীয় কথামৃত আলোচনা করেন ভিল্লা বৃন্দাবন মন্দিরের সভাপতি শ্রীমান পরাভক্তি দাসাধিকারী এবং রোমের শ্রীমান মুকুন্দ নন্দ দাসাধিকারী। দাসাধিকারীদ্বয় বলেন ” পৃথিবীতে আছে যতো নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম…শ্রী চৈতন্য মহাপ্রভুর এই বাণীকে অন্তরে ধারণ করে এ, সি ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ সারা বিশ্ব ব্যাপী যে হরিনামের গুণ কীর্তণ এই ধরণীকে কিভাবে প্লাবিত করেছে সেই বিষয় গুলো প্রতিটি কৃষ্ণ ভক্তদের অনুধাবণ করতে হবে, সেই সঙ্গে জগতময় ছড়িয়ে দিতে হবে।”
বিকেল থেকে সন্ধ্যা অবধি এই বৈষ্ণব মেলায় ছিল ভজন কীর্তন, হরিনাম সংকীর্তন, সম্মিলিত জপ, ভাগবতীয় আলোচনা ও আরতি কীর্তন। আর এখানে অংশ গ্রহণ করেন গোবর্ধন বেইস এর ভক্তবৃন্দ সহ সার্বজনীন হিন্দু পূজা মন্দির ও ওম ইন্টারন্যাশনাল মন্দিরের সকল ভক্ত বৃন্দ।
শেষে সকল জীবের শান্তি ও মঙ্গল কামনায় মহাহরিরাম সংকীর্তন করা হয় এবং মহা প্রসাদ বিতরণ করা হয়।