সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
বাংলাদেশে ব্রিটিশ-বাংলাদেশিদের সম্পদ সুরক্ষায় অন্তবর্তীকালীন সরকারকে জরুরী পদক্ষেপ গ্রহণ করতে হবে  » «   ইস্টহ্যান্ডস চ্যারিটির উদ্যোগে ক্যাপাসিটি বিল্ডিং কর্মশালায় বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণ  » «   হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের  বিরুদ্ধে নীতিহীন কর্মকান্ডের অভিযোগ  » «   সাংবাদিক ক্যারলকে গ্লোবাল জালালাবাদ ফ্রান্সের বিশেষ সম্মাননা প্রদান  » «   গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের আন্তর্জাতিক জালালাবাদ উৎসব প্যারিস অনুষ্ঠিত  » «    সাকিব : নক্ষত্রের কক্ষচ্যুতি  » «   লন্ডনে ইউরোপের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী চাটগাঁয়ে মেজবান ৬ অক্টোবর রবিবার  » «   ১১তম মুসলিম চ্যারিটি রান ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে  » «   ৭৫ শেফ এর অংশগ্রহণে বিসিএর শেফ অব দ্যা ইয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত  » «   ৩০ বছরেও ধরা পড়েনি কোনো আসামী, বিচারের দাবীতে মেয়ের সংবাদ সম্মেলন  » «   ইস্টহ্যান্ডসের ফ্রি স্মার্ট ফোন পেলেন ৪০ জন  » «   সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য পদক ২০২৪’পেলেন কবি, সাহিত্যিক ও সংগঠক ফারুক আহমেদ রনি  » «   টাওয়ার হ্যামলেটসে হোমলেসনেস-এর প্রস্তাবিত নতুন পলিসি সাসপেন্ড করেছেন নির্বাহী মেয়র লুৎফুর  » «   লন্ডনে বিসিএ এ্যাওয়ার্ডস ২৮ অক্টোবর থাকছে নানা চমকপ্রদ আয়োজন  » «   বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৩২নং বাসভবন ভস্মীভূত এবং ভাস্কর্য ভাংচুরের নিন্দা ও প্রতিবাদ  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

যুক্তরাজ্যে সাধারণ ক্ষমার বিষয়টি পার্লামেন্টে উপস্থাপন করার জন্য স্মারকলিপি প্রদান



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বৈধকাগজহীন ইমিগ্রান্টদের বৈধতা প্রদানের জন্য কার্যকর পদক্ষেপ নিতে দীর্ঘদিন থেকে সরকারের প্রতি দাবী জানিয়ে আসছে বার্মিংহামের একটি ক্যাম্পেইন গ্রুপ।এ গ্রুপের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসাবে গত ৭ আগস্ট বুধবার বেলা ১ ঘটিকায় লেবার দলের বার্মিংহামের ইয়ার্ডলীর এম পি জেস ফিলিপস এর সাথে সাক্ষাৎ করে কাউন্সিলর সাদেক মিয়া সমসু সহ ক্যাম্পেইন গ্রূপের অন্ন্যান্য সদস্য ও কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে তার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয় ।

স্মারকলিপি প্রদান পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে কাউন্সিলর সাদেক মিয়া সামসু বলেন যে,নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন ক্ষমতা গ্রহণের পর পার্লামেন্টের প্রথম অধিবেশনে লেবার পার্টির এমপি রুপা হকের মতো যেন তিনিও সংসদে বৈধ কাগজহীন যারা ব্রিটেনে আছে তাদের সাধারণ ক্ষমার বিষয়টি আরো জোরালো ভাবে উত্থাপন করার জন্য তাঁর আলোচনায় অনুরোধ করেন ।এসময় কাউন্সিলার উল্লেখ করেন, বৈধ কাগজ-পত্রহীন অভিবাসীরা বৈধতা পেলে ব্রিটেনের বোঝা না হয়ে বরং অর্থনীতিতে ব্যাপক অবদান রাখার পাশা-পাশি আমাদের করি ইন্ডাস্ট্রির স্টাফ সংকটের হাহাকার কাটাতে আমরা সক্ষম হবো ।
ক্যাম্পেইন গ্রূপের রাজু আহমেদ মূল বক্তব্য উপস্থাপনের মাধ্যমে করে স্মারকলিপি এমপির হাতে তুলে দেয়া হয় ।
জেস ফিলিপস এমপি স্মারকলিপি গ্রহণ করে বলেন যে, তিনি বাংলাদেশি কমিউনিটির এ অনুরোধের ভিত্তিতে সাধারণ ক্ষমার বিষয়টি ব্রিটিশ পার্লামেন্টে এবং নতুন ইম্মিগ্রেশন মিনিস্টারের কাছে উত্থাপন করবেন ।

উল্লেখ্য যে, নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ২০০৮ সালে লন্ডন মেয়র থাকাকালীন সময় থেকে বৈধ কাগজহীন অভিবাসী যারা দীর্ঘদিন ধরে বসবাসকারী তাদের সাধারণ ক্ষমার মাধ্যমে বৈধতা দেয়ার পক্ষে তৎপর ছিলেন,এমনকি তিনি মন্ত্রী থাকা অবস্থায় মন্ত্রী পরিষদেও বিষয়টি নিয়ে কথা বলেছিলেন । প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্টের প্রথম দিনে রুপা হক এমপি এ ব্যাপারটি তোলে ধরলে প্রধানমন্ত্রী তার আগের অবস্থানই নিশ্চিত করেছেন। এবং তিনি এ বিষয়ে অর্থনীতির সুবিধা-অসুবিধা দেখবেন বলে ঐদিনই মত দিয়েছেন।

ক্যাম্পেইন গ্রূপ থেকে জানানো হয় দশ বছরের বেশি সময় ধরে যেই সমস্ত বৈধ কাগজপত্রবিহীন অভিবাসী ব্রিটেনে রয়েছে তাদের বৈধতা দেয়ার জন্য সরকারের কাছে আবেদন করে পার্লামেন্টের একটি পিটিশন চলমান রয়েছে তাই কমিউনিটির সর্বস্থরের সবাইকে পিটিশনটি সাইন করার জন্য অনুরোধ করা হয় ।

উক্ত স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিসবাহউর রহমান মিসবা,কামাল আহমেদ,আশিক মিয়া,সাংবাদিক জয়নাল ইসলাম ও ওবায়দুল কবির খোকন, সাজন মিয়া,মারুফ আহমেদ ।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন